এক্সপ্লোর
Advertisement
কসাবের চেয়েও বড় সন্ত্রাসবাদী কুলভূষণ, বললেন মুশারফ, আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের হাজিরা দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ
ইসলামাবাদ: কুলভূষণ যাদবকে চর তকমা দিয়েছে পাকিস্তান। যদিও আন্তর্জাতিক ন্যায় আদালত ভারতীয় নৌ বাহিনীর এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে পাকিস্তানের তোলা চরবৃত্তির অভিযোগের প্রমাণ পায়নি। কিন্তু কুলভূষণ মুম্বই জঙ্গি হামলার অপরাধীদের অন্যতম আজমল কসাবের চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী, বলে দিলেন পারভেজ মুশারফ।
কসাবের সঙ্গে কুলভূষণের তুলনা টেনে একটি পাক টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন পাক প্রেসিডেন্ট ও প্রাক্তন সেনাপ্রধানের মন্তব্য, কসাব ছিল নিছকই দাবার বোড়ে, অন্যের হাতে ব্যবহৃত পুতুল। কিন্তু যাদব তো সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কয়েক ডজন লোক লাগিয়েছে! তাহলে কে বড় অপরাধী ওদের দুজনের মধ্যে? অবশ্যই যাদব। পাকিস্তানে কত মানুষের মৃত্যুর জন্য যে ও দোষী, আমার জানা নেই।
প্রসঙ্গত, ২০০৮-এর ভয়াবহ মুম্বই হামলা ঘটানোর জন্য একমাত্র জীবিত হিসাবে ধরা পড়া কসাবকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে।
কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)।
মুশারফের বক্তব্য, ভারতের আইসিসিজে-র দ্বারস্থ হওয়াটা যেমন ভুল হয়েছে,পাকিস্তানেরও সেখানে যাওয়া উচিত হয়নি। চরবৃত্তি, অন্তর্ঘাত ঘটানোর মতো বিষয়গুলি পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু, এ নিয়ে অন্য কারও পাকিস্তানকে উপদেশ দেওয়ার অধিকারই নেই।
মুশারফ বলেন, দুজন জার্মান নাগরিকের মৃত্যুদণ্ডের ওপর আইসিজে সাময়িক স্থগিতাদেশ দিলেও ১৯৯৯ সালে তাদের ফাঁসিতে ঝোলায় আমেরিকা। সুতরাং রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক ন্যায় আদালতের মতো বিশ্বস্তরের সংস্থাগুলি আসলে ঠুঁটো জগন্নাথ। ওরা যা-ই নির্দেশ দিক, তাকে পাত্তাই দেয় না কিছু দেশ।
গত এপ্রিলেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত কুলভূষণকে ফাঁসির সাজায় সিলমোহর দেন। এই পদক্ষেপকে ''প্রহসন'' আখ্যা দিয়ে ভারত জানিয়ে দেয়, কুলভূষণ চর নন, নৌবাহিনী থেকে অবসর নিয়ে ব্যাবসার সূত্রে ইরানে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। নয়াদিল্লির তরফে বারবার কুলভূষণের সঙ্গে ভারতীয় কনস্যুলেটের কর্তাদের যোগাযোগ করার অনুমতি চাওয়া হলেও পাকিস্তান তা খারিজ করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে, অভিযোগে আইসিজে-তে আবেদন করে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement