Viral News: কানের ময়লা বেচেই দিনে ৯ হাজার টাকা আয় ! কনটেন্ট ক্রিয়েটরের কাণ্ড চমকে দেবে
Social Media Influencer: টিকটকের অন্যতম জনপ্রিয় তারকা লাতিশা একটি ভাইরাল ভিডিয়োতে তাঁর একটি ব্যবসার কথা জানান, মূল কাজের পাশাপাশি এই ব্যবসাও করেন তিনি। আর এই সাইড বিজনেস করে দিনে ৯ হাজার টাকা আয় হয়।
![Viral News: কানের ময়লা বেচেই দিনে ৯ হাজার টাকা আয় ! কনটেন্ট ক্রিয়েটরের কাণ্ড চমকে দেবে social media influencer cleans his ears sells buds with wax for huge money viral news Viral News: কানের ময়লা বেচেই দিনে ৯ হাজার টাকা আয় ! কনটেন্ট ক্রিয়েটরের কাণ্ড চমকে দেবে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/6ec5ec171432aec34d3960fe608c0bb41732276956113900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এখনকার দিনে মানুষ কীভাবে অর্থ উপার্জন করা যায়, তার নানারকম ফন্দি-উপায় খুঁজে বের করছেন। তার জন্য যেমন জনপ্রিয় হয়েছে সমাজমাধ্যমের ব্যবহার, তেমনি বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি হচ্ছে অদ্ভুত রকমের সব জিনিস (Viral News)। এক তরুণী আবার একটি নোংরা কাজকেই মুনাফাদায়ী ব্যবসাতে পরিণত করে ফেলেছেন। জনৈক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) এবং কনটেন্ট ক্রিয়েটর লাতিশা জোনস (Latisha Jones) কানের ময়লা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন। অদ্ভুত কাণ্ড সাড়া ফেলেছে নেটিজেনদের।
একটি সংবাদমাধ্যমের সূত্র অনুসারে টিকটকের অন্যতম জনপ্রিয় তারকা লাতিশা একটি ভাইরাল ভিডিয়োতে তাঁর একটি ব্যবসার কথা জানান, মূল কাজের পাশাপাশি এই ব্যবসাও করেন তিনি। আর এই সাইড বিজনেস (Viral News) করে তাঁর দিনে ৯ হাজার টাকা আয় হয়। কিন্তু কী কাজ করেন তিনি ? কিসের ব্যবসায় এত মুনাফা করে নিলেন লাতিশা ? উত্তর শুনে চমকে গিয়েছেন নেটিজেনরা।
তুলোর ইয়ার বাড দিয়ে কান পরিষ্কার করে সেই ময়লা লেগে (Viral News) থাকা ব্যবহৃত ইয়ার বাড বিক্রি করেই মুনাফা করছেন লাতিশা। সিল করা প্যাকেটের মধ্যে সেই ব্যবহৃত তুলোর ইয়ার বাড রেখে সেটাই গ্রাহকদের বিক্রি করছেন লাতিশা। এমনকী এই অদ্ভুত পণ্যের জন্য টাকা দিতেও রাজি আছেন অনেকে। এমনকী দেখা গিয়েছে কিছু কিছু গ্রাহক আবার এই কানের ময়লার প্রতি ভীষণ রকম অবসেসড। আর তাদের জন্য সেই ইয়ারবাডে যত বেশি ময়লা থাকবে তারা তত বেশি টাকা দিতে রাজি আছেন।
আর এই অর্ডারে একটি অন্য মাত্রা দিতে এই প্যাকেটের সঙ্গে লাতিশা একটি কার্ডে লিপস্টিক পরা ঠোঁটে চুমু খেয়ে তা রেখে দিচ্ছেন। আর এর কারণেই হয়ত তাঁর এই কানের ময়লা কেনার চাহিদা আরও বেড়ে গিয়েছে। লাতিশার সমাজমাধ্যমের (Viral News) অনুরাগীরাও তাঁর এই অদ্ভুত ব্যবসা নিয়ে বেশ উত্তেজিত। আবার অনেকে এও লিখেছেন যে এবার থেকে তারাও আর নিজের কানের ময়লা ফেলে দেবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)