Viral Video: 'ফিক্সড ডিপোজিটে কেন বেশি টাকা কেটেছেন?' ব্যাঙ্ক ম্যানেজারকে মার, তুমুল কাণ্ড
Bank Video Viral: ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি মারপিট করছেন। দুজনেই দুজনের কলার ধরে মারপিট করছেন।
নয়া দিল্লি: ব্যাঙ্কে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন এক গ্রাহক। ব্যাঙ্কের কর্মীও জড়ালেন মারপিটে। ব্যাঙ্কে এই কাণ্ড দেখে চোখ কপালে বাকি গ্রাহকদের। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
কিন্তু কেন এই বেনজির ঘটনা? জানা গিয়েছে, ইউনিয়ন ব্যাঙ্কে গিয়ে এক গ্রাহক প্রথমে বাগযুদ্ধে জড়ান। ঘটনার সূত্রপাত ফিক্সড ডিপোজিটের রেট নিয়ে। কাস্টমারের অভিযোগ ফিক্সড ডিপোজিটে বেশি টাকা কেটেছে ব্যাঙ্ক। যা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। অস্বীকার করেন ব্যাঙ্কের কর্মী। এরপরই আচমকা ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে হাতাহাতিতে জড়ান ওই গ্রাহক।
ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি মারপিট করছেন। দুজনেই দুজনের কলার ধরে মারপিট করছেন। এরপর কাস্টমার ব্যাঙ্ক ম্যানেজারকে মাথায় চড় মারেন। ওই ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা যায়, সাহায্য করতে ডাকতে। এমনকী ব্যাঙ্ক ম্যানেজারকে এই ঝামেলা থেকে সরে আসতেও আবেদন করতে শোনা যায় ভিডিওটিতে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
'Customer' turned 'Crocodile' after TDS Deduction in Bank FD. FM sud instruct Bank staffs to learn 'taekwondo' for self defense. pic.twitter.com/CEDarfxcqi
— Newton Bank Kumar (@idesibanda) December 6, 2024
আরও পড়ুন, ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
এই ঘটনা দেখে প্রথমে হতবাক হলেও এরপর ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকরাই এগিয়ে আসেন এই ঝগড়া-মারপিট থামাতে। কিন্তু কোথায় কী! মারপিট থামা দূর বরং কথা কাটাকাটিতে আরও বেড়ে চলে ঝামেলা। অবশেষে ব্যাঙ্কের বাকি কর্মীদের সাহায্য হাতাহাতি থামানো হয় কোনওমতে। ঘটনাটি ঘটেছে আমদাবাদের বস্ত্রপুরের ইউনিয়ন ব্যাঙ্কে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। কেন এই ঘটনা? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে