এক্সপ্লোর
SBI Update: অ্যাকাউন্ট ব্যালেন্সের থেকে বেশি টাকা তুলতে পারবেন, 'সুবর্ণ সুযোগ' দিচ্ছে SBI

SBI- State_Bank_of_India
1/6

SBI Overdraft Facility: প্রয়োজনে ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধায় বিশেষ ওভারড্রাফট ফেসিলিটি(Overdraft Facility) নিয়ে এল State Bank of India (SBI)।
2/6

Overdraft Facility আসলে কী ? ওভারড্রাফট আসলে এক ধরনের লোন বা ঋণ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার বেশি তোলা যায় এই ওভারড্রাফট সুবিধার মাধ্যমে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অতিরিক্ত টাকার জন্য সুদ দিতে হয় গ্রাহকদের। প্রতিদিনের ভিত্তিতে এই সুদ চার্জ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ধরনের সুবিধা ব্যাঙ্ক বা non-banking financial company (NBFC) দিতে পারে। ওভারড্রাফটের টাকা ও ঋণ শোধ করার মেয়াদ পুরোপুরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওপর নির্ভর করে। তারাই গ্রাহকের জন্য এই নির্দিষ্ট সময় ও অর্থের পরিমাণ বেঁধে দেন।
3/6

SBI Overdraft Facility: কীভাবে আবেদন করবেন ? কিছু গ্রাহকের জন্য আগে থেকেই ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে কিছু গ্রাহকের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া থাকে না। তাই তাদের এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে হয়। আপনি চাইলে লিখিত আবেদন বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের এই পরিষেবা পেয়ে যাবেন। এই ওভারড্রাফটের জন্য কিছু ব্যাঙ্ক প্রসেসিং ফিও নিয়ে থাকে।
4/6

Overdrafts types: কত ধরনের ওভারড্রাফট হয় ? সাধারণত দুই ধরনের ওভারড্রাফট হয়। একটা সুরক্ষিত ওভারড্রাফট, আরেকটি অসুরক্ষিত ওভারড্রাফট। প্রথমটির ক্ষেত্রে টাকা নেওয়ার জন্য গ্রাহককে কিছু মরগেজ বা বন্ধক রাখতে হয়। সেই ক্ষেত্রে ওভারড্রাফটের আবেদনকারী ব্যক্তি ফিক্সড ডিপোজিট, শেয়ার, বাড়ি, জমি, সম্পত্তি, ইনসুরেন্স পলিসি, স্যালারি এমনকী বন্ড পর্যন্ত জমা রাখতে পারেন। এটি একেবারে ঋণ নেওয়ার আগে মূল্যবান কিছু জমা রাখার মতো পদ্ধতি। এ ছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে। যেখানে কিছু জমা না রেখেই ওভারড্রাফটের সুবিধা পাবেন আপনি। একে অসুরক্ষিত ওভারড্রাফট বলে। উদাহরণ হিসাবে এই বিষয়ে ক্রেডিট কার্ডের লেনদেনকে ধরতে পারেন আপনি।
5/6

SBI Overdraft Facility: এই ওভারড্রাফটের সুবিধা কী ? আপনি ব্যাঙ্ক থেকে লোন বা ঋণ নিলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা শোধ করতে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কোনও কারণে এই ঋণের টাকা আগে শোধ করতে গেলে ওকটা 'প্রি-পেমেন্ট চার্জ' নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওভারড্রাফটের ক্ষেত্রে এই চার্জ দিতে হয় না গ্রাহককে। এখানেই শেষ নয়, আরও সুবিধা রয়েছে ওভারড্রাফটে। যেটুকু সময়েরজন্য আপনি ওভারড্রাফটের সুবিধা নিয়েছেন, তার ওপরই সুদ নেবে ব্যাঙ্ক। এই ক্ষেত্রে মাসে মাসে ইএমআই-এর কোনও বিষয় নেই।নির্দিষ্ট সময়ের মধ্যে একসঙ্গে বা কয়েক লপ্তে যখন খুশি টাকা শোধ করে দিতে পারেন গ্রাহক। সেই কারণে লোন বা ঋণ নেওয়ার থেকে ওভারড্রাফটের দিকে ঝোঁকেন অনেকেই।
6/6

SBI Overdraft Facility: যে বিষয়গুলি মাথায় রাখতে হবে যদি কোনও কারণে গ্রাহক ওভারড্রাফটের টাকা দিতে ব্যর্থ হন তাহলে মরগেজ থেকে তা কেটে নেওয়া হবে। ওভারড্রাফটের পরিমাণ যদি মরগেজের বেশি হয়, সেই ক্ষেত্রে বাকি টাকা গ্রাহককে দিতে হবে।
Published at : 20 Nov 2021 05:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
