এক্সপ্লোর
SBI Update: অ্যাকাউন্ট ব্যালেন্সের থেকে বেশি টাকা তুলতে পারবেন, 'সুবর্ণ সুযোগ' দিচ্ছে SBI
SBI- State_Bank_of_India
1/6

SBI Overdraft Facility: প্রয়োজনে ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধায় বিশেষ ওভারড্রাফট ফেসিলিটি(Overdraft Facility) নিয়ে এল State Bank of India (SBI)।
2/6

Overdraft Facility আসলে কী ? ওভারড্রাফট আসলে এক ধরনের লোন বা ঋণ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার বেশি তোলা যায় এই ওভারড্রাফট সুবিধার মাধ্যমে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অতিরিক্ত টাকার জন্য সুদ দিতে হয় গ্রাহকদের। প্রতিদিনের ভিত্তিতে এই সুদ চার্জ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ধরনের সুবিধা ব্যাঙ্ক বা non-banking financial company (NBFC) দিতে পারে। ওভারড্রাফটের টাকা ও ঋণ শোধ করার মেয়াদ পুরোপুরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওপর নির্ভর করে। তারাই গ্রাহকের জন্য এই নির্দিষ্ট সময় ও অর্থের পরিমাণ বেঁধে দেন।
Published at : 20 Nov 2021 05:31 PM (IST)
আরও দেখুন






















