এক্সপ্লোর
Anish Khan Death Case Issue: আনিসের মৃত্যু তদন্তে দোষীদের শাস্তির দাবিতে মিছিলে বিমান, সূর্যকান্ত

আনিস খুনের তদন্তের প্রতিবাদে বামফ্রন্টের মিছিল
1/10

আনিস খান মৃত্যু তদন্তের দাবিতে এবার পথে নামল বামফ্রন্ট। এদিন মিছিলে হাঁটলেন বামফ্রন্টের প্রথম সারির নেতারা।
2/10

আনিসের ছবি দেওয়া বিশাল ফেস্টুন নিয়ে পথে হাঁটতে দেখা গেল সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু সহ বামফ্রন্ট নেতাদের।
3/10

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আনিস খান। তাঁর মৃত্যু তদন্তেই এবার পথে নেমেছে বামফ্রন্টের নেতারা।
4/10

বিকেল ৪টে থেকে এদিন মিছিল শুরু হয়। জওহরলাল নেহরু রোডে হো-চি-মিন মূর্তি থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ধর্মতলায়।
5/10

ফেস্টুনে লেখা ছিল, ''আনিসকে মারতে পারলি, ওঁর আদর্শকে কি পারবি মারতে''।
6/10

অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে বাংলার সব মানুষকে এক হওয়ার দাবি জানিয়েছে বামফ্রন্ট।
7/10

আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস (sp ofice) ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
8/10

ইটের আঘাতে আহন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ পুলিশের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ।
9/10

এসএফআইয়ের মিছিলে আনিস মৃত্যু তদন্তের প্রতিবাদে হাঁটতে দেখা গেল সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
10/10

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ।ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। অগ্নিসংযোগের চেষ্টা। পরে হাওড়া গ্রামীণের এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Published at : 26 Feb 2022 08:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
