এক্সপ্লোর
Lightning Precautions: আগামী কয়েক ঘণ্টায় হতে পারে প্রবল বজ্রপাত, বাজ পড়লে কী করবেন আর কী করবেন না?
Weather Update: ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। সবচেয়ে ভালো হয় কোনও শেডের নিচে আশ্রয় নিতে পারলে।

ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। - পিক্স্যাবে
1/10

বৃহস্পতিবার বেলা গড়াতেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলার আকাশ ঢেকে গেল কালো মেঘে। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কোথাও কোথাও হল শিলাবৃষ্টি। সঙ্গে বজ্রপাত।
2/10

বজ্রপাতে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ক্রমশ বাড়ছে রাজ্যে। বাজ পড়লে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে বিজ্ঞানী ও আবহবিদরা কার্যকরী পরামর্শ দিয়েছেন।
3/10

ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। সবচেয়ে ভালো হয় কোনও শেডের নিচে আশ্রয় নিতে পারলে।
4/10

উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই বজ্রপাতের সময় এসব স্থানের নীচে আশ্রয় নেবেন না।
5/10

বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে থাকুন।
6/10

বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
7/10

বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের পূর্বাভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন।
8/10

বজ্রপাতের সময় আপনি যদি সুইমিং পুল, কিংবা পুকুরে সাঁতার কাটেন তাহলে সেখান থেকে উঠে যান। কারণ জল অত্যন্ত ভাল বিদ্যুৎ পরিবাহী।
9/10

বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। এ সময় বিদ্যুৎ অপরিবাহী রবারের জুতা সবচেয়ে নিরাপদ।
10/10

আপনার বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে। তবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। ভুলভাবে স্থাপিত রড বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। ছবি - পিক্সঅ্যাবে
Published at : 09 May 2024 07:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
