এক্সপ্লোর
Union Cabinet Update: রাজস্থানের বারমেরে ভারতীয় বায়ুসেনার এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ উদ্বোধন

রাজস্থানের বারমের জেলায় ভারতীয় বায়ুসেনার এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের উদ্বোধন। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
1/13

বৃহস্পতিবার রাজস্থানের বারমের জেলায় ভারতীয় বায়ুসেনার এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের উদ্বোধন হল। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
2/13

এদিন সি-১৩০ জে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফটে চড়ে রাজস্থানের জালোরে জাতীয় সড়কে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপে নামেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করী ও এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া। ছবি সৌজন্যে এএনআই
3/13

এই প্রথম জালোরে জাতীয় সড়কে অবতরণ করল সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। ছবি সৌজন্যে এএনআই
4/13

যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনের কথা ভেবেই জাতীয় সড়কে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ তৈরি করেছে ভারতীয় বায়ুসেনা। ছবি সৌজন্যে এএনআই
5/13

সি-১৩০ জে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফটের মধ্যে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গড়করী। ছবি সৌজন্যে ট্যুইটার/@nitin_gadkari
6/13

জাতীয় সড়ক ৯২৫এ-তে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ উদ্বোধন ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছেন গড়করী। ছবি সৌজন্যে ট্যুইটার/@nitin_gadkari
7/13

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, আন্তর্জাতিক সীমান্তের এত কাছে এমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ড তৈরির ঘটনা দেখিয়ে দিচ্ছে, ভারত সবসময় ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তৈরি। এটা প্রমাণ করে দিচ্ছে, ভারত যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় তৈরি। ছবি সৌজন্যে এএনআই
8/13

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, শুধু যুদ্ধের সময়ই না, ত্রাণ ও উদ্ধারকার্যের সময়ও কাজে লাগবে এমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ড ও তিনটি হেলিপ্যাড। ছবি সৌজন্যে এএনআই
9/13

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ২০টি জায়গায় এমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ড তৈরি করছে। বিভিন্ন জায়গায় হেলিপ্যাডও তৈরি হচ্ছে। ছবি সৌজন্যে এএনআই
10/13

২২ হাজার কোটি টাকায় ভারতীয় বায়ুসেনার জন্য় ৫৬টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত, জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ছবি সৌজন্যে এএনআই
11/13

প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার সহযোগিতাতেই তিন কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপ তৈরি করা সম্ভব হয়েছে, জানিয়েছেন গড়করী। ছবি সৌজন্যে ট্যুইটার/@nitin_gadkari
12/13

সড়ক পরিবহণ মন্ত্রী আরও বলেছেন, ‘করোনা পরিস্থিতিতেও আমরা বিশ্বরেকর্ড গড়েছি। আমরা রোজ ৩৮ কিমি রাস্তা তৈরি করেছি, যা বিশ্বে সর্বোচ্চ। মুম্বই-দিল্লি এক্সপ্রেস হাইওয়েতে ২৪ ঘণ্টার মধ্যে আড়াই কিলোমিটার চার লেনের রাস্তা তৈরি করেছি আমরা। একদিনের মধ্যে বীজাপুর থেকে সোলাপুর পর্যন্ত এক লেনের ২৬ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে।’ছবি সৌজন্যে এএনআই
13/13

সড়ক পরিবহণমন্ত্রী জানিয়েছেন, তিনি বায়ুসেনা প্রধানকে বলেছেন, তাঁরা ১৫ দিনের মধ্যে এয়ারস্ট্রিপ তৈরি করে দেবেন। ছবি সৌজন্যে এএনআই
Published at : 09 Sep 2021 10:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
