এক্সপ্লোর
IAF Pilot Abhinav Choudhary : বিমান দুর্ঘটনায় IAF পাইলটের মৃত্যুতে শোকবার্তা নেটিজেনদের, করলেন ছবি শেয়ার

ছবি- বিমান দুর্ঘটনায় মৃত্যু IAF পাইলট অভিনব চৌধুরীর
1/9

মিগ-২১ বাইসন বিমান ভেঙে মৃত্যু ভারতীয় বায়ুসেনার তরুণ পাইলট তথা স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর। গতরাতে পঞ্জাবের মোগা জেলার ঘটনা। ভারী বৃষ্টির জেরে দুর্ঘটনাটি ঘটে।(ফোটো : টুইটার)
2/9

প্রশিক্ষণের পর রাজস্থানের সুরৎগড় থেকে ফিরছিল বিমানটি। তার আগে লাঙ্গেনা গ্রামে ভেঙে পড়ে বিমানটি। জানিয়েছেন মোগার পুলিশ সুপার গুরুদীপ সিং। (ফোটো : টুইটার)
3/9

জানা গিয়েছে, স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মেরঠের বাসিন্দা। এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। (ফোটো : টুইটার)
4/9

দুর্ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে পাইলটের দেহটি পাওয়া যায়। এর মাত্র ২০০ মিটারের মধ্যেই ছিল কয়েকটি বড় বাড়ি। যদি বিমানটি এই বাড়িগুলির উপর ভেঙে পড়ত, তাহলে আরও বড় ক্ষয়ক্ষতি হত। সংবাদসংস্থা PTI-এর কাছে এই আশঙ্কা প্রকাশ করেন মোগার পুলিশ সুপার গুরুদীপ সিং। (ফোটো : টুইটার)
5/9

এদিকে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অনেকেই। তাঁর ছবি ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।(ফোটো : টুইটার)
6/9

IAF-এর তরফে টুইটারে লেখা হয়, গতরাতে IAF-এর পশ্চিম সেক্টরে দুর্ঘটনার কবলে পড়ে বাইসন বিমান। পাইলট তথা স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যু হয়। IAF তাঁর মৃত্যুতে সমবেদনা জানায় এবং তাঁর শোকগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।(ভিডিও স্ক্রিনশট)
7/9

মোগার পুলিশ সুপার গুরুদীপ সিং জানিয়েছেন, নিরাপদে নামার জন্য ওই পাইলট প্যারাশুট ব্যবহার করেছিলেন বলে মনে হচ্ছে। মাটিতে নামার সময় মনে হয় তাঁর ঘাড় ভেঙে যায়। (ফোটো : টুইটার/@officeofssbadal)
8/9

গতরাতে মোগায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১ ভেঙে পড়ার পর ছিন্নভিন্ন হয়ে পড়ে অবশিষ্টাংশ।(PTI ফটো))
9/9

মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার পর দুর্ঘটনাস্থানে আধিকারিকরা।(PTI ফটো))
Published at : 21 May 2021 09:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
