এক্সপ্লোর
Felix Baumgartner: মরণঝাঁপ বলে ধরে নিয়েছিলেন অনেকে, মহাশূন্য থেকে লাফ দিয়ে দিব্যি রয়েছেন ইনি
Science News: শুনেই চমকে উঠেছিলেন অনেকে। কিন্তু অসাধ্য সাধন করে দেখান এই ব্যক্তি। মহাশূন্য থেকে ঝাঁপ দিয়ে মাটি ছোঁন ইনি।
—ফাইল চিত্র।
1/10

কয়েক বছর আগে পর্যন্ত যা অসম্ভব ছিল, বিজ্ঞানের দৌলতে আজ তা আর অসম্ভব নয়। মহাকাশ গবেষণা থেকে উড়ান পরিষেবার ক্ষেত্রে প্রযুক্তি অবশ্যই সহায়ক হয়েছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেকেরই, যাঁদের অনেকেই তেমন প্রচার পান না।
2/10

মহাকাশ গবেষণা থেকে উড়ান, বিজ্ঞান অনেকদূর এগোলেও, প্রাণের ঝুঁকি একেবারেই নেই, এমন নয়। তাই বলে জেনেশুনে মহাশূন্য থেকে ঝাঁপ দিতে পারেন! একদশক আগে, ২০১২ সালের ১৪ অক্টোবর জেনেশুনে এই ঝুঁকি নিয়েছিলেন ফিলিক্স বাউমগার্টনার।
Published at : 13 Nov 2023 07:00 AM (IST)
আরও দেখুন






















