Bangladesh Election : ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন বাংলাদেশে, ইদের আগেই বড় ঘোষণা ইউনূূসের
মহম্মদ ইউনূস ফের জানিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সেইজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

একদিকে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়ে চাপা অসন্তোষ, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর নাক গলানোর চেষ্টার অভিযোগ। এই আবহে ইদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। শেখ হাসিনাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুঠপাট কায়েম করেছিলেন, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাওয়ার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছেন।
কবে ভোট
এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যখন লাগাতার একটাই প্রশ্ন তুলছে ভোট কবে হবে, কবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, কবে অন্তর্বর্তী সরকারি দায়িত্বভার নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে, তখন, এই আবহে মহম্মদ ইউনূস ফের জানিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সেইজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তৈরি জাতীয় নাগরিক পার্টির তরফে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ সেনা বাহিনী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। যদি এই দাবিকে হাস্যকর এবং অপরিণত গল্প বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। একটি বিবৃতিতে তারা জানিয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিছকই রাজনৈতিক স্টান্ট।
জামাতকে আক্রমণ বিএনপির
এদিকে মঙ্গলবার নাম না করে ফের একবার জামাতকে আক্রমণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ' মুক্তিযুদ্ধ আন্দোলন, মুক্তিযুদ্ধ , লাখ লাখ মানুষের আত্মত্যাগ , দীর্ঘ ৯ মাস ধরে চলা যুদ্ধ এবং বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষের ভারতে আশ্রয় নেওয়া, বাড়িতে থাকতে না পারা, পালিয়ে পালিয়ে বেড়ানো-এগুলো যেন আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যারা সেদিন সহযোগিতা করেছিল, যারা সেদিন হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে যে, ১৯৭১ কোনও ঘটনাই ছিল না।' নাম না করে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টিকেও একহাত নেন বিএনপির মহাসচিব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
