এক্সপ্লোর
New Residents in Solar System: সৌরজগতে তিন নয়া বাসিন্দা, নামকরণ অনুষ্ঠান শীঘ্রই
Three New Moons: বাসস্থান ঠিক হয়ে গিয়েছে, বাকি নামকরণ। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

পাকাপাকি ভাবে তিন নয়া বাসিন্দা পেল সৌরজগৎ। ক্ষুদ্রাকার তিন নয়া উপগ্রহের সন্ধান মিলল, যার মধ্যে একটি ইউরেনাসকে প্রদক্ষিণ করে, বাকি দু’টি প্রদক্ষিণ করে নেপচুনকে। ছবি: পিক্সাবে।
2/10

বেশ কয়েক বছর আগেই যদিও তাদের দর্শন মেলে মহাকাশে। কিন্তু তারা যে কোনও গ্রহকে প্রদক্ষিণ করে চলেছে, তা বোঝা যায়নি এতদিন। ছবি:ফ্রিপিক।
3/10

ওই তিন ক্ষুদ্রাকার উপগ্রহ গ্রহদের প্রদক্ষিণ করছে বলে সম্প্রতি সিলমোহর পড়ে। তার পরই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার তাদের নামকরণে উদ্যোগী হয়েছে। ছবি: পিক্সাবে।
4/10

আপাতত সংখ্যা বসিয়েই তাদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিক নামকরণ হবে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী উইলিয়াম শেক্সপিয়রের সৃষ্টি কোনও চরিত্র বা পৌরাণিক চরিত্রের নামে সেগুলির নামকরণ হবে। ছবি: পিক্সাবে।
5/10

ইউরেনাসকে প্রদক্ষিণ করে চলেছে যে ক্ষুদ্রাকার উপগ্রহ, আপাতত S/2023 U1 বলে চিহ্নিত করা হয়েছে তাকে। এই উপগ্রহের আয়তন মাত্র ৮ কিলোমিটার। সৌরজগতের বাকি আটটি গ্রহের যত উপগ্রহের সন্ধান মিলেছে, এখনও পর্যন্ত S/2023 U1-ই সবচেয়ে ক্ষুদ্রাকার। ছবি:ফ্রিপিক।
6/10

S/2023 U1 উপগ্রহটি ৬৮০ দিনে একবার প্রদক্ষিণ করে ইউরেনাসকে। তাকে নিয়ে সবমিলিয়ে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা বেড়ে হল ২৮। শেক্সপিয়রের সৃষ্ট চরিত্রের নামানুযায়ীই তার নামকরণ হবে। ছবি: পিক্সাবে।
7/10

নেপচুনের দুই নয়া উপগ্রহকে যথাক্রমে S/2002 N5 এবং S/2021 N1 নামে চিহ্নিত করা হয়েছে। প্রথমটির আয়তন ২৩ কিলোমিটার, দ্বিতীয়টির ১৪ কিলোমিটার। ছবি:ফ্রিপিক।
8/10

S/2002 N5 নেপচুনকে প্রদক্ষিণ করে ২৭ বছরে। নেপচুনকে একবার প্রদক্ষিণ করতে ন’বছর সময় নেয় S/2021 N1. সব মিলিয়ে নেপচুনের উপগ্রহের সংখ্যা বেড়ে ১৬ হল। ছবি:ফ্রিপিক।
9/10

নেপচুনের এই দুই নতুন উপগ্রহের নামকরণ হবে গ্রিক পুরাণের চরিত্রদের নামানুযায়ী। সমুদ্রের দেবতা নেরেইসের দুই কন্যার নামে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তিন উপগ্রহ আকারে এতই ছোট এবং এত দূরে অবস্থিত যে, তাদের অবস্থান বোঝাই যায় না লং এক্সপোজার ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে আনা হয়। ছবি:ফ্রিপিক।
10/10

তবে এই তিন উপগ্রহই নয়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বৃহস্পতির ১২টি নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়। তার পর মে মাসে শনির ৬২টি উপগ্রহের খোঁজ মেলে। ছবি:ফ্রিপিক।
Published at : 28 Feb 2024 07:01 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
