এক্সপ্লোর
Sanjay Bangar: বাবা বিখ্যাত ক্রিকেটার ছিলেন, রূপান্তরকামী হতেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ অনয়ার
Sanjay Bangar Child: সিদ্ধান্ত নেওয়ার পরই ১০ মাসের হরমোন থেরাপির পরে জীবনে নয়া পথচলা শুরু করেছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান। কিন্তু এরপরই নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন।

অনয়া বাঙ্গার
1/9

বাবা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ খেলেছেন। তাঁরও সেই স্বপ্নই ছিল। জন্ম হয়েছিল পুরুষ শরীরে। কিন্তু বয়স বাড়তে বাড়তেই বুঝতে পারেন তিনি আসলে নারী মনষ্ক।
2/9

ছোটবেলা থেকেই ক্রিকেটের ব্য়াট হাতে মাঠে যাওয়া ছিল। তবে নিজের শরীরে যে পুরুষালি নয়, তার আন্দাজ পেয়েছিলেন। এরপরই সিদ্ধান্ত নেন যে রূপান্তরকামী হয়ে যাবেন।
3/9

সিদ্ধান্ত নেওয়ার পরই ১০ মাসের হরমোন থেরাপির পরে জীবনে নয়া পথচলা শুরু করেছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান। কিন্তু এরপরই নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন।
4/9

সঞ্জয় বাঙ্গার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। এরপর ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের সহকারী ব্যাটিং কোচ ছিলেন।
5/9

জন্মের পর বাবার সঙ্গে বিভিন্ন সময়ে মাঠে মাঠে ঘুরতেন। নিজেই জানিয়েছিলেন যে খেলার প্রতি অদম্য ইচ্ছে ছিল। শরীরে টেস্টোস্টেরনের মাত্রা একেবারে কম বলে বুঝতে পারছিলেন অনায়া।
6/9

তবে সম্প্রতি এক ঘটনায় বেশ আঘাত পেয়েছেন অনায়া। আইসিসি রূপান্তরকামীদের ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
7/9

যার জন্য দেশের হয়ে খেলার স্বপ্ন তাঁর ভেঙে গিয়েছে। এই বিষয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে উষ্মা প্রকাশও করেছেন অনায়া।
8/9

অনায়া এমনটাও লিখেছেন, ''যদি আমার প্রতিভা কম থাকত। আমার শারীরিক দুর্বলতার জন্য খেলা সম্ভব হত না, তবে একটা বিষয় মানতাম। কিন্তু নিয়মের জাঁতাকলে তাঁকে কেন ছাড়তে হচ্ছে ক্রিকেট তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
9/9

আগামী আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ হিসেবে দেখা যাবে সঞ্জয় বাঙ্গারকে। এর আগে আরসিবির দায়িত্বও সামলেছেন তিনি।
Published at : 11 Nov 2024 02:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
