এক্সপ্লোর
Cristiano Ronaldo: রেকর্ডের ছড়াছড়ি, এক নজরে ইউরোর মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর না না কীর্তি
Euro Cup: ২০০৪ সাল থেকে ইউরোর মঞ্চ মাতাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইউরোতে রোনাল্ডোর রেকর্ডবুক (ছবি: রোনাল্ডোর এক্স)
1/8

এবারের উয়েফা ইউরোতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেই ইতিহাস গড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসাবে ছয়টি ইউরো কাপ খেলার কৃতিত্ব গড়েন পর্তুগিজ মহাতারকা।
2/8

তবে রোনাল্ডোর দখলে কিন্তু ইউরোর মঞ্চে আরও একগুচ্ছ রেকর্ডে রয়েছে।
3/8

সেই ২০০৪ সালে প্রথমবার ইউরোতে নেমেছিলেন রোনাল্ডো। তিনি ছয় ইউরোয় মাত্র একটি ম্যাচে মাঠে নামতে পারেননি।
4/8

ইউরোর মূলপর্বে 'সিআর৭'এখনও পর্যন্ত মোট ২৬টি ম্যাচ খেলেছেন। মূলপর্বে এত ম্যাচ আর কোনও ফুটবলার খেলেননি।
5/8

কোয়ালিফায়ার মিলিয়ে মোট ৬৫টি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে তাঁর। কোনও খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।
6/8

২০২০ সালে পর্তুগাল নিজেদের খেতাব ডিফেন্ড করতে না পারলেও রোনাল্ডো নিজের কেরিয়ারে এই ইউরোতেই সর্বাধিক পাঁচটি গোল করেন। এই ইউরোতেও ৪০ ছুঁই ছুঁই রোনাল্ডোর দিকে সকলের নজর রয়েছে। তিনি নতুন কোনও ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই দেখার।
7/8

তবে ২০১২ ও ২০১৬ সালে পরের দুই ইউরোয় তিনি তিনটি করে গোল করেন। ২০১৬ সালে নিজেদের ইতিহাসে প্রথম বড় খেতাবও জেতে পর্তুগাল।
8/8

পর্তুগিজ মহাতারকা নিজের প্রথম ইউরোতে ২০০৪ সালে দুইটি গোল করেন। ২০০৮-এ তাঁর পা থেকে আসে মাত্র একটি গোল।
Published at : 22 Jun 2024 07:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
