এক্সপ্লোর
Hardik Pandya: ওভার শেষ না করেই মাঠ ছাড়লেন তারকা অলরাউন্ডার, বিশ্বকাপ থেকেই কি ছিটকে গেলেন?
Hardik Pandya: দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল। মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না।

Hardik Pandya
1/11

মাঠ থেকে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরতে দেখেই প্রমাদ গুনেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (ODI World Cup 2023)।
2/11

পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের মাঠ থেকে বেরিয়েই ছুটলেন স্ক্যান করাতে।
3/11

আর সেই রিপোর্টের জন্য শুধু যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হা পিত্যেশ করে অপেক্ষা করবে তা নয়, তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরাও।
4/11

তিনি, হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার দুরন্ত ছন্দে আছেন।
5/11

ব্য়াট করার সুযোগ পেলে রান করছেন। বল হাতে উইকেট তুলছেন। সবচেয়ে বড় কথা, ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন।
6/11

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছিলেন, তাঁর হাতেই বল তুলে দিলেন রোহিত শর্মা।
7/11

বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি বাউন্ডারি মারলেন লিটন দাস। যার মধ্যে দ্বিতীয় চারটি স্ট্রেট ড্রাইভে। আর ফলো থ্রু-তে সেই শট পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক।
8/11

তারপরই দেখা গেল পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন হার্দিক। দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল।
9/11

মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন হার্দিক। তাঁর ওভারের বাকি তিনটি বল করলেন বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারে ৪টি উইকেট রয়েছে কিংগ কোহলির। তবে এদিন ওই তিন বলে আর কোনও উইকেট পাননি।
10/11

হার্দিক কি বিশ্বকাপে আর আদৌ নামতে পারবেন? মাঠ থেকে বেরিয়েই স্ক্যান করাতে গিয়েছেন হার্দিক। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্ক্যান করাতে গিয়েছেন হার্দিক।
11/11

তাঁর রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল। ভারতীয় দলের চিকিৎসকেরা সেই রিপোর্ট পরীক্ষা করে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ছবি - পিটিআই
Published at : 19 Oct 2023 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
