এক্সপ্লোর
India vs Ireland: ডাবলিনে টিম ইন্ডিয়াকে কতটা পরীক্ষার মুখে ফেলবে আয়ার্ল্যান্ড?

Hardik Pandya VVS Laxman
1/10

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হিসাবে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছেন। নেতৃত্ব যে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) কাছে কতটা উপভোগ্য হয়ে উঠেছে, তা বুঝিয়ে দিলেন বঢোদরার অলরাউন্ডার নিজেই।
2/10

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে, তখন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের আর একটি দল।
3/10

যে দলের কোচ হিসাবে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ।
4/10

আইরিশদের বিরুদ্ধে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৬ ও ২৮ জুন দুটি ম্যাচই হবে ডাবলিনে।
5/10

রবিবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হার্দিক বলেছেন, 'আগেও আমি দায়িত্ব নিয়ে খেলতাম। কিন্তু এখন আরও দায়িত্ব নিতে হচ্ছে। আমি সব সময় মনে করি দায়িত্ব পেলে আমি ভাল খেলি।'
6/10

এখানেই শেষ নয়। হার্দিক যোগ করেছেন, 'আমি যদি নিজেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাই, তাহলে সেই সিদ্ধান্ত অনেক বেশি দৃঢ় হবে। সব সময়ই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর আমি তা পালন করার চেষ্টার মধ্যে দিয়ে ক্রিকেটার হিসাবে উন্নতি করেছি। আমিও অধিনায়ক হিসাবে দলের ক্রিকেটারদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দিতে চাইব।'
7/10

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হার্দিকের। পরে বিরাট কোহলির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন।
8/10

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে রোহিত শর্মার নেতৃত্বে। তবে হার্দিক তুলনায় বিশ্বাসী নন। জানিয়েছেন, প্রত্যেক অধিনায়কের দল পরিচালনার নিজস্ব ধরন থাকে।
9/10

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সারির দল খেলবে। তবে আইরিশদের হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া।
10/10

হার্দিক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়া যাবে এই সিরিজে।
Published at : 25 Jun 2022 11:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
