এক্সপ্লোর
IPL 2024: ষোলকলা পূরণ করার পালা, আজ কখন, কোথায় দেখবেন কেকেআর-হায়দরাবাদ আইপিএল ফাইনাল?
IPL 2024: আজ আইপিএলের ফাইনালটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।

আজ আইপিএল ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদ দ্বৈরথ (ছবি পিটিআই)
1/10

আজ আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। আপনি তৈরি তো ফাইনালে টিভিতে চোখ রাখার জন্য?
2/10

আপনি কি জানেন, কখন থেকে শুরু খেলা? কোথায়ই বা হতে চলেছে আইপিএলের ফাইনাল খেলা?
3/10

আজ আইপিএলের ফাইনালটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।
4/10

প্লে অফেও এই দুটো দল মুখোমুখি হয়েছিল আগে। সেই ম্য়াচে অবশ্য মিচেল স্টার্কের আগুনে পেসের সামনে হায়দরাবাদের ব্যাটিং ভেঙে পড়েছিল। সেই ম্য়াচে বড় রান বোর্ডে তুলতে পারেনি সানরাইজার্স।
5/10

ম্য়াচে কেকেআর হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম দল হিসেবে চলতি আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল কেকেআর।
6/10

এর আগে ২০১২ সালেও এই চিপকেই আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে জিতেছিল কেকেআর। প্রথমবার আইপিএল জেতে সেবার নাইট রাইডার্স।
7/10

সেবার গৌতম গম্ভীর ছিলেন নাইট রাইডার্সের অধিনায়ক। এবারও গম্ভীর কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত আছেন। তবে মেন্টর হিসেবে রয়েছেন দলের সঙ্গে।
8/10

হায়দরাবাদ লিগ পর্যায়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে পৌঁছেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
9/10

সানরাইজার্স হায়দরাবাদ এর আগে ২০১৬ সালে শেষবার আইপিএল জিতেছিল। সেবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলতে নেমেছিল সানরাইজার্স।
10/10

গতকাল আইপিএলের শেষ ফটোসেশনে উপস্থিত ছিলেন শ্রেয়স ও কামিংস। মারিনা বিচে, অটোরিক্সয় বিভিন্ন মেজাজে দেখা যায় ২ অধিনায়ককে।
Published at : 26 May 2024 01:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
