এক্সপ্লোর
Yash Dayal: এভাবেও ফিরে আসা যায়, প্রতিপক্ষ যশের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখের দলও
IPL 2024: শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে যখন তাঁর হাতে বল তুলে দেন ফাফ ডুপ্লেসি, প্লে অফের দৌড় থেকে আরসিবিকে ছিটকে দিয়ে নিজেদের যোগ্যতা অর্জন করতে মাত্র ১৭ দরকার ছিল সিএসকে-র।

শেষ ওভারে ধোনিকে আউট করেন যশ দয়াল। - পিটিআই
1/10

আমদাবাদের সেই রাত অভিশপ্ত হয়ে রয়েছে যশ দয়ালের (Yash Dayal) জীবনে। একটা ম্যাচ রাতারাতি খলনায়ক বানিয়ে দিয়েছিল তাঁকে। আর নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)।
2/10

যাঁরা সেই ম্যাচের আগে পর্যন্ত রিঙ্কু সিংহ নামের কেউ ক্রিকেট খেলেন সেটাও জানতেন না, তাঁরাও সেই রাতের পর থেকে রিঙ্কুকে ভালবেসেছেন, সমর্থন করেছেন।
3/10

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (GT vs KKR)। শেষ ওভারে ম্যাচ জিততে ২৯ রান দরকার ছিল নাইটদের। সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে হার্দিক পাণ্ড্যর গুজরাত। তবে যশ দয়ালের শেষ ওভারের পাঁচ বলে পরপর পাঁচ ছক্কা মেরে কেকেআরকে ম্যাচ জেতান রিঙ্কু। যে ম্যাচ আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছে।
4/10

সেই রাতের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যশ। তাঁর ওপর এমন ঝড় বয়ে গিয়েছিল যে, অসুস্থ হয়ে পড়েন। তাঁর ওজনও কমে গিয়েছিল। বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
5/10

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন দয়াল। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে যখন তাঁর হাতে বল তুলে দেন ফাফ ডুপ্লেসি, প্লে অফের দৌড় থেকে আরসিবিকে ছিটকে দিয়ে নিজেদের যোগ্যতা অর্জন করতে মাত্র ১৭ দরকার ছিল সিএসকে-র।
6/10

ক্রিজে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। যিনি প্রথম বলেই ছক্কা মেরে দেন দয়ালকে। সমীকরণ বদলে দাঁড়ায়, প্লে অফে উঠতে গেলে ৫ বলে ১১ তুলতে হবে চেন্নাইকে।
7/10

কিন্তু তারপরই নাটকীয় প্রত্যাবর্তন। পরের বলেই ধোনিকে ফেরান দয়াল। পরের ৪ বলে খরচ করেন মোটে ১ রান! টানা ৬ ম্যাচ জিতে প্লে অফের টিকিট পায় আরসিবি। যে জয়ের নেপথ্যে নায়ক দয়ালই।
8/10

পেসারের প্রত্যাবর্তন দেখে প্রশংসা করেছে কেকেআরও। নাইটদের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'প্রত্যেক বিপর্যয়ের পরেই ঘুরে দাঁড়ানো যায়। সাহসী হলে ভাল জিনিসই অপেক্ষা করে থাকে। দারুণ করেছো, যশ।'
9/10

ম্যাচে ঝোড়ো ৫৪ রান করার পাশাপাশি মিচেল স্যান্টনারের ক্যাচ অবিশ্বাস্যভাবে ধরায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। যিনি তাঁর ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করেছেন দয়ালকেই।
10/10

ডুপ্লেসি বলেছেন, 'আমার ম্যাচের সেরার পুরস্কার যশ দয়ালকে উৎসর্গ করছি। অবিশ্বাস্য বোলিং করেছে। নতুন ছেলে, ওর ওপর যা চাপ ছিল তাতে ম্যাচের সেরার পুরস্কার ওরই প্রাপ্য।' ছবি - পিটিআই
Published at : 19 May 2024 08:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
