এক্সপ্লোর
IPL 2024: কাঁধের ওপর থাকবে ভরসার হাত, রোহিতের সঙ্গে রেষারেষি মানতে নারাজ হার্দিক
Hardik Pandya: তিনি কোনওদিন ভাবেননি, যে দলের হয়ে আইপিএল (IPL 2024) অভিষেক হয়েছিল, সেই দলকেই একদিন নেতৃত্ব দেবেন। তিনি, হার্দিক পাণ্ড্য।

প্র্যাক্টিসে হার্দিক। - এমআই
1/10

তিনি কোনওদিন ভাবেননি, যে দলের হয়ে আইপিএল (IPL 2024) অভিষেক হয়েছিল, সেই দলকেই একদিন নেতৃত্ব দেবেন। তিনি, হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
2/10

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সপ্তদশ আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে বঢোদরার অলরাউন্ডারকে।
3/10

টুর্নামেন্ট শুরুর আগে হার্দিক বলেছেন, 'দারুণ অনুভূতি। এই দল থেকেই আমার সফর শুরু হয়েছিল। দশ বছর পর সেই দলকেই আমি নেতৃত্ব দেব। দারুণ লাগছে।'
4/10

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক ঘটান হার্দিক। মুকেশ ও নীতা অম্বানির দলের হয়ে চার-চারটি ট্রফি জেতেন। তবে ২০২২ সালে তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে দায়িত্ব নেন।
5/10

সেবার তিনি দলকে চ্যাম্পিয়নও করেন। গত আইপিএলেও নজর কেড়ে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। তাঁর নেতৃত্বে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাত টাইটান্স।
6/10

ফাইনালেও উঠেছিল। তবে ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় গুজরাতের।
7/10

এই মরশুমে হার্দিক ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁকে ট্রেডিং উইন্ডো মারফত দলে নেয় মুম্বই। আর পুরনো দলে ফিরেই গুরুদায়িত্ব পেয়েছেন হার্দিক। তাঁকে অধিনায়ক ঘোষণা করে দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
8/10

যদিও রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়ায় কম জলঘোলা হয়নি। বিশেষ করে জাতীয় দলের অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিতকে সরিয়ে দেওয়া হল কোন যুক্তিতে ভর করে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
9/10

মরশুম শুরুর আগে প্রথম সাংবাদিক বৈঠকে হার্দিকের দিকেও ধেয়ে এল সেই প্রশ্ন।
10/10

হার্দিক অবশ্য বিতর্ক বাড়ানোর রাস্তায় হাঁটেননি। বলেন, 'আমি সাফল্যের সময় নিজেকে নিয়ে মাতামাতি করি না। ব্যর্থতার সময় নিজের ওপর আস্থা হারাই না। সেটাই আমার পদ্ধতি আর আমি বিশ্বাস করি গোটা কেরিয়ারে এই ব্যাপারটা আমাকে খুব সাহায্য করেছে।' তারপরই হার্দিক বলেন, 'আলাদা কিছু হবে না কারণ ও (পড়ুন রোহিত) তো আছেই। ও জাতীয় দলেরও অধিনায়ক আর সেই ব্যাপারটা আমাদের পক্ষে ভাল হবে কারণ ও এই দলকে সমস্ত সাফল্য দিয়েছে। ও যেটা শুরু করেছিল, সেটাকেই আমি এগিয়ে নিয়ে যাব। আমি জানি গোটা মরশুমে ওর ভরসার হাত আমার কাঁধে থাকবে।' - মুম্বই ইন্ডিয়ান্স, পিটিআই
Published at : 19 Mar 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
