এক্সপ্লোর
IPL Auction 2024: আন্তর্জাতিক মঞ্চের তারকা, তবে আইপিএল নিলামে এই তারকাদের জন্য কেউ দর হাঁকালেন না
IPL 2024: আইপিএল নিলামে মোট ৭২ জন ক্রিকেটার ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকায় বিক্রি হলেও, বেশ কিছু নামী ক্রিকেটার অবিক্রিতই রয়ে গিয়েছেন।

নিলামে অবিক্রিতই রয়ে গেলেন হ্যাজেলউড (ছবি: পিটিআই)
1/10

জেসন হোল্ডার কিন্তু গত দুই মরশুমে বেশ ভাল দামেই বিক্রি হয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী অলরাউন্ড দক্ষতাও রয়েছে তাঁর।
2/10

তবে ডেথ ওভারে হোল্ডারের বোলিং করার বিষয়ে খুব একটা দক্ষ নন। পাশাপাশি তিনি বিগত দুই মরশুমে ব্যাট হাতেও খুব একটা আহামরি পারফর্ম করতে পারেননি। তাই সম্ভবত তাঁকে কেউই কিনতে আগ্রহ দেখাননি।
3/10

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের সদস্য জস ইংলিশ বেশ ভালই দর পাবেন বলে মনে করেছিলেন অনেকেই। বিশ্বকাপের পর তিনি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে বিশাখাপত্তনমে তিনি মাত্র ৫০ বলে শতরানও হাঁকিয়েছিলেন।
4/10

তবে তা সত্ত্বেও নিলামে তাঁর হয়ে কেউ দর হাঁকায়নি।
5/10

এই আইপএল নিলামের সবথেকে বড় বিস্ময়ের অন্যতম হল ফিল সল্টের দল না পাওয়া। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬৩.৯১ স্ট্রাইক রেট ২১৮ রান করেন। তিনি কিপিংটাও করতে পারেন।
6/10

আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৫৭.৫১। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নাগাড়ে দুই ম্যাচে শতরানও হাঁকান সল্ট। তাঁর দল না পাওয়াটা তাই সত্যিই বেশ বিস্ময়ের।
7/10

বর্তমান বিশ্ব তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসাবে গণ্য করা হয় স্টিভ স্মিথকে। তাঁর বেস প্রাইস দুই কোটি হলেও কিন্তু তাঁকে কেউ দলে নেয়নি।
8/10

স্মিথকে অনেকেই টি-টোয়েন্টির জন্য ভাল বিকল্প হবে মনে করেন না। কিন্তু ২০২২-২৩ বিগব্যাশ মরশুমে ৮৬.৫০ গড় ও ১৭৪.৭৫ স্ট্রাইক রেটে স্মিথের করা ৩৪৬ রান কিন্তু প্রমাণ করে দেয় তিন বিশ ওভারের ফর্ম্যাটেও যথেষ্ট দক্ষ।
9/10

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের তারকা ফাস্ট বোলিং ত্রয়ীর অংশ তিনি। তবে যেখানে তাঁর দুই সঙ্গী প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক আইপিএল নিলামে ইতিহাস গড়েন, সেখানে দরই পেলেন না হ্যাজেলউড।
10/10

মার্চ-এপ্রিল মাসে হ্যাজেলউডের সন্তান জন্মানোর কথা। সেই কারণে তিনি ওই সময়ে না খেলতেও পারেন বলে আগেই পূর্বাভাস দিয়ে রেখেছেন। সেই বিষয়টাই হয়তো এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে গেল।
Published at : 21 Dec 2023 10:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
