এক্সপ্লোর
Sunil Narine: আউট হয়েও মিলল বাহবা, বিধ্বংসী শতরানে ইডেন মাতালেন নারাইন
KKR vs RR: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন সুনীল নারাইন।

নারাইনকে আউট করেও তাঁর সঙ্গে হাত মেলালেন বোল্ট (ছবি: আইপিএল)
1/10

মঙ্গলবারের ইডেন গার্ডেন্স সাক্ষী হয়ে থাকল নারাইন স্পেশালের। বল হাতে নয়, ব্যাট হাতে ইডেন মাতালেন নারাইন।
2/10

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে খেললেন ১০৯ রানের ইনিংস। ১৩টি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল নারাইনের ইনিংস।
3/10

আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন তিনি। ম্যাকালামের ১৬ বছর পর আবারও সেঞ্চুরি দেখা গেল এক বিদেশি নাইট তারকার ব্যাট থেকে।
4/10

২০২৪ সালে ব্যাটার সুনীল নারাইনের নবজন্ম ঘটেছে যেন। গৌতম গম্ভীরের প্রত্যাবর্তানের সঙ্গে সঙ্গেই কাকতালীয়ভাবে নারাইনের ব্যাটও কথা বলছে।
5/10

বিগত তিন মরশুমে নারাইনের মোট সংগ্রহ ছিল যথাক্রমে ৬২, ৭১ ও ২১।
6/10

সেখানে এ মরশুমে ইতিমধ্যেই ছয় ম্যাচে ৪৬-র গড় এবং ১৮৭-র অধিক স্ট্রাইক রেটে ২৭৬ রান করে ফেলেছেন তিনি। তাই ব্যাটার হিসাবে যে তাঁর পুনর্জন্ম ঘটেছে তা বলাই বাহুল্য।
7/10

নারাইন কিন্তু একসময় ত্রিনিদাদের দলে সুযোগ না পেয়ে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন।
8/10

তবে বাবা মারা যাওয়ার পর তাঁর বাবার আস্থাকে সম্মান জানাতেই তিনি ব্যাটিংয়ে মনোনিবেশ করেন।
9/10

কেকেআর যে তার জন্য লাভবান হচ্ছে তা বলাই বাহুল্য। নারাইনের নির্ভীক, দ্রত গতির ব্যাটিং নাইটদের ইনিংসের শুরুটা ভালভাবে করতে সাহায্য করছে।
10/10

সোমবারের ইডেন ফের একবার তাঁর নিদর্শন দেখল। নারাইনের ব্যাটিং দেখে তাঁকে আউট করেও কুর্নিশ জানালেন ট্রেন্ট বোল্ট।
Published at : 16 Apr 2024 10:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
