এক্সপ্লোর
Tokyo Olympics 2020: টোকিও পৌঁছে প্রস্তুতি শুরু ভারতীয় শ্যুটারদের

টোকিও পৌঁছে প্রস্তুতি শুরু ভারতীয় শ্যুটারদের
1/5

টোকিও পৌঁছে একদিন বিশ্রাম নিয়েই সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় শ্যুটিং দল। গত কয়েক সপ্তাহ ধরে ক্রোয়েশিয়ায় অনুশীলন করছিলেন ভারতীয় শ্যুটাররা। সেখান থেকে সরাসরি তাঁরা পৌঁছন টোকিওতে। ( ছবি সৌজন্য় - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)
2/5

এবারের অলিম্পিক্সে ভারতের ১৫ জন শ্যুটার কোয়ালিফাই করেছেন। সকলে হারুমি ওয়াটারফ্রন্টে তৈরি অলিম্পিক গেমস ভিলেজে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ৭ জন সাপোর্ট স্টাফ। ( ছবি সৌজন্য় - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)
3/5

শ্যুটাররা জানিয়েছেন, মাস্ক পরা ছাড়া, গেমস ভিলেজে তেমন কোনও বাধানিষেধ নেই। ভারতীয় দলের প্রস্তুতি দেখে এবারের গেমসে শ্যুটিং ইভেন্টে সেরা পারফরম্যান্সের আশা করছেন দেশবাসী। ( ছবি সৌজন্য় - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)
4/5

দলের সিনিয়র শ্যুটার সঞ্জীব রাজপুত বলেছেন, সকাল ৬টা ৫৫ মিনিটে বাস বুক করা রয়েছে। প্রথমবার রাইফেল রেঞ্জকে চোখে দেখব। রাইফেল শ্যুটিং কোচ দীপালি দেশপাণ্ডে বলেন, গেমস ভিলেজের ভিতরে পরিবেশ অত্যন্ত ইতিবাচক। দীর্ঘ যাত্রার পর শ্যুটাররা বিশ্রাম পেয়েছে। সোমবার থেকে প্রস্তুতি শুরু। ( ছবি সৌজন্য় - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)
5/5

দলের কনিষ্ঠতম সদস্যরা হলেন মানু ভাকর ও সৌরভ চৌধুরি। অন্যদিকে, সবচেয়ে অভিজ্ঞ হলেন সঞ্জীব রাজপুত। আগামী ২৪ তারিখ থেকে শুরু ভারতের শ্যুটিং প্রতিযোগিতা। ( ছবি সৌজন্য় - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)
Published at : 20 Jul 2021 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
