এক্সপ্লোর
SAFF Championships 2023: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, কুয়েতের বিরুদ্ধে ভারতের জয়ের পর গ্যালারিজুড়ে বন্দেমাতরম
Indian Football Team: জয়ের রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম দেখল এক অভূতপূর্ব দৃশ্য।

Indian Football Team
1/10

কুয়েতের বিরুদ্ধে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন (IND vs KUW)। টাইব্রেকারের রুদ্ধশ্বাস পরিণতি। কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championships 2023) ভারতের।
2/10

আর সেই জয়ের রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম দেখল এক অভূতপূর্ব দৃশ্য।
3/10

মঙ্গলবার রাতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেডিয়াম জুড়ে তখন উৎসব চলছে। আচমকা গ্যালারি থেকে বন্দেমাতরম গাওয়া শুরু হল।
4/10

নিমেশে গলা মেলালেন হাজার হাজার ফুটবলপ্রেমী। সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লেন সুনীল ছেত্রী। তিনিও গলা মেলাতে শুরু করলেন।
5/10

গোটা গ্যালারি যেন নতুন করে প্রাণ পেল। উৎসবের এক বিরল দৃশ্য ধরা রইল কান্তিরাভা স্টেডিয়ামে।
6/10

পরে ম্যাচের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
7/10

পরপর খেতাব জয়। ৩০ দিনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জিতল ভারত।
8/10

১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতল ব্লু টাইগার্সরা।
9/10

লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধু (Gurpreet Singh Sandhu)। ফের একবার ফাইনালে ভারতের ত্রাতা হয়ে উঠলেন তিনি। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।
10/10

ম্যাচে একাধিক ফাউল, ট্যাকলে কোনও সময়ই দুই দলের খেলায় খুব একটা ছন্দ ছিল না। তবে গোটা টুর্নামেন্ট দুরন্ত পারফর্ম করা লালরিনজুয়ালা ছাংতে ফের ভারতের হয়ে জ্বলে ওঠেন। ছবি - পিটিআই
Published at : 05 Jul 2023 09:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
