Daily Shironaam: লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে স্লোগান যুদ্ধ। শুভেন্দু অধিকারীর 'চোর' আক্রমণের পাল্টা তৃণমূলের ‘বড় চোর’ ক্যাম্পেন | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে স্লোগান যুদ্ধ। শুভেন্দু অধিকারীর 'চোর' আক্রমণের পাল্টা তৃণমূলের ‘বড় চোর’ ক্যাম্পেন। চালসা ছাড়ার পরেও শুভেন্দুকে চোর স্লোগান তৃণমূলের।
আরও জোরাল ললিত ঝায়ের বং-কানেকশন। হালিশহরের নীলাক্ষ আইচ নন, রানাঘাটের সৌরভ চক্রবর্তীকেও সংসদে স্মোক-কাণ্ডের ভিডিও পাঠান ললিত।
সাম্যবাদী সুভাষ সভা সংগঠনের সদস্য সায়ন শর্মার সঙ্গে ললিত ঝায়ের সংযোগ পাওয়া গেল। কলকাতায় পদযাত্রার আবেদনে উল্লেখ ললিত-সায়নের নাম।
তৃণমূল যুব সংগঠনের মুখ ললিত ঝা, অভিযোগ শুভেন্দু অধিকারীর। বাংলা থেকে উৎসাহ নিয়ে দেশে উগ্রপন্থী কার্যকলাপ ছড়াচ্ছে, আক্রমণে দিলীপ ঘোষও। বাংলাকে বদনাম করা হচ্ছে, পাল্টা ফিরহাদ হাকিম।
সংসদে তাণ্ডবের ঘটনায় মুখ খুললেন রাহুল গাঁধী। বললেন, নিরাপত্তা তো লঙ্ঘিত হয়েছেই, কিন্তু কেন হয়েছে? দেশের সব থেকে বড় ইস্যু বেকারত্ব।
সংসদে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও ১। মাস্টারমাইন্ড ললিত ঝা-কে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করার অভিযোগ মহেশ কুমাওয়াতের বিরুদ্ধে। ধৃতের সংখ্যা বেড়ে ৬।
সংসদে তাণ্ডবের ঘটনায় এবার নজরে বিজেপি সাংসদ। প্রতাপ সিমহার বয়ান নিতে চলেছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও Koo হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।