Chandrayaan 3: 'শিব শক্তি পয়েন্ট'- এর আশপাশেই ঘুরছে রোভার 'প্রজ্ঞান', খোঁজ চলছে চাঁদের দক্ষিণ মেরুতে লুকনো রহস্যের
Rover Pragyan: গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। তার কয়েক ঘণ্টা পরে ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে সফলভাবে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান।
Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান শুরু করেছে রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। চন্দ্রপৃষ্ঠের যে অংশে ল্যান্ডার 'বিক্রম' (Lander Vikram) অবতরণ করেছে তাকে বলা হচ্ছে 'শিব শক্তি পয়েন্ট'। সেখানেই ঘুরে বেড়াচ্ছে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের দক্ষিণ মেরুতে কী কী খনিজ ভাণ্ডার রয়েছে, কোন রহস্যে আবৃত রয়েছে চাঁদের দক্ষিণ মেরু, তারই খোঁজ করতে চলেছে রোভার 'প্রজ্ঞান'। সম্প্রতি ইসরোর তরফে 'এক্স' মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 26, 2023
🔍What's new here?
Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole 🌗! pic.twitter.com/1g5gQsgrjM
গতকাল অর্থাৎ ২৫অগস্ট 'এক্স' মাধ্যমে পোস্ট করে ইসরোর তরফে বার্তা দেওয়া হয়েছিল যে ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান (Rover Pragyan) নেমেছে একটি ব়্যাম্পের সাহায্যে। মেট্রো স্টেশনে, কোনও শপিং মলে অনেকটা এমন ধরনের ব়্যাম্প আমরা দেখতে পাই। প্রায় ওই রকমই দেখতে কিন্তু আরও আধুনিক এবং সূক্ষ প্রযুক্তি নির্ভর ব়্যাম্প (Ramp) ব্যবহার হয়েছে রোভারটিকে নামাতে। চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রমের সফল সফট ল্যান্ডিংয়ের প্রায় ঘণ্টা তিনেক পরে চাঁদের মাটিতে নামে রোভার 'প্রজ্ঞান'। ল্যান্ডারের চাকায় খোদাই করা ছিল অশোক স্তম্ভ ও ইসরোর (ISRO) লোগো। চাঁদের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই সেই ছবি আঁকা হয়ে যায় চাঁদের (Moon Mission) বুকে।
ওই ব়্যাম্পটি ২টি সেগমেন্টের,আগে সেটি ল্যান্ডার বিক্রম থেকে নেমে চাঁদের মাটি ছোঁয়। তারপর সেটা বেয়ে নেমে আসে রোভার প্রজ্ঞান। তারপরেই একটি সোলার প্যানেল খুলে যায়, যেটি লাগানো রয়েছে রোভার প্রজ্ঞানের গায়ে। এই সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি জোগাড় করেছে প্রজ্ঞান। তারপরেই ধীরে ধীরে চাঁদের মাটিতে চাকা গড়িয়েছে প্রজ্ঞানের।
... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
রোভার সংক্রান্ত সব কাজকর্মই পূর্ব পরিকল্পনা মতো চলছে বলে জানিয়েছে ISRO. ২৫ অগাস্ট সন্ধে ৬ট ১৯মিনিটে ISRO- X প্ল্যাটফর্মে জানিয়েছিল যে এখনও পর্যন্ত রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। সব পে-লোড ঠিকমতো কাজ করছে। প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার মডিউলে থাকা সব পে-লোড ঠিকমতো কাজ করছে।
আরও পড়ুন- ২২ জনকে নিয়েই লালগ্রহে উপনিবেশ গড়া সম্ভব! কেমন মানুষ আদর্শ, তাও জানালেন গবেষকরা