Sunita Williams Welcomed by Dolphins: সুনীতাদের স্বাগত জানাতে হাজির তারাও! আটলান্টিকে ডলফিনের নৃত্য, ভিডিও ভাইরাল
Sunita Williams Returns Home: মঙ্গল-বুধের ভোররাতে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ইলন মাস্কের SpaceX-এর Crew-9 মহাকাশযানের ক্য়াপসুলটি।

নয়াদিল্লি: ঘরের মেয়ে ঘরে ফিরছে। রাতভর তাই জেগেছিলেন অনেকেই। সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফিরতেই তাই উচ্ছ্বাসে ভাসছে গোটা পৃথিবী। আর সেই আবহেই অভিনব মুহূর্তের সাক্ষী হলেন সকলে। আটলান্টিকে মহাসাগরে সুনীতাদের ঘিরে লাফিয়ে বেড়াতে দেখা গেল ডলফিনের দলকে। মহাকাশচারীদের পৃথিবীতে স্বাগত জানাতেই যেন অপেক্ষা করছিল তারা! (Sunita Williams Welcomed by Dolphins)
মঙ্গল-বুধের ভোররাতে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ইলন মাস্কের SpaceX-এর Crew-9 মহাকাশযানের ক্য়াপসুলটি। সেই ক্যাপসুলের মধ্যেই ছিলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর, NASA-র আর এক বিজ্ঞানী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভ। ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে আটলান্টিক ছোঁয় ক্যাপসুলটি। (Sunita Williams Returns Home)
জল থেকে সুনীতাদের তুলে আনতে আগে থেকেই মোতায়েন ছিল SpaceX-এর জাহাজ। স্পিডবোটে চেপে ক্যাপসুলের একেবারে গা ঘেঁষে বোট ভাসিয়ে নিয়ে যান SpaceX-এর কর্মীরা। আর সেই সময়ই ক্যামেরায় অভিনব দৃশ্য ধরা পড়ে। দেখা যায়, Crew-9 ক্যাপসুলটিকে ঘিরে লাফিয়ে বেড়াচ্ছে ডলফিনের দল। সেই সময় NASA-র লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দিচ্ছিলেন যিনি, তিনিও উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁকে বলতে শোনা যায়, সুনীতাদের স্বাগত জানাতেই যেন ডলফিনের দল ভিড় করেছে।
A pod of Dolphins stopped by to say welcome home to the Astronauts! 🐬#SunitaWilliams #sunitawilliamsreturn #SunitaWilliams
— Shashank S Tripathi (@AnalystShashank) March 19, 2025
pic.twitter.com/JfdfESiPqh
মঙ্গলবার পৃথিবীতে ফিরলেন সুনীতারা। তবে এখনই বাড়ি ফেরা হচ্ছে না তাঁদের। আপাতত কোয়ারান্টিনে থাকতে হবে সকলকে। মহাকাশ থেকে অচেনা রোগের জীবাণু বয়ে আনার ঝুঁকি রয়েছে। তাই নিভৃতবাসে রেখে ডাক্তারি পরীক্ষা হবে তাঁদের। তাঁরা পুরোপুরি সুস্থ হলে, কোনও রকম ঝুঁকি না থাকলে তবেই বাড়ি ফিরতে পারবেন। জানা গিয়েছে, হিউস্টনে তাঁদের জন্য ৪৫ দিনের পুনর্বাসন প্রকল্পের সূচনা হয়েছে।
দীর্ঘ সাড়ে ন'মাস মহাকাশে আটকে থাকার পর, মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন সুনীতারা। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ১০টা বেজে ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হয় Crew-9 মহাকাশযানটি। সবমিলিয়ে পৃথিবীতে ফিরতে সময় লাগত ১৭ ঘণ্টা। এমনিতে ৩-৩.৫ ঘণ্টাই সময় লাগে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে। কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করাতেই বেশি সময় লাগল। গত বছর ৫ জুন পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা ও ব্যারি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
