Neymar Jr: বাবা হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমার, ঘরে এল কন্যাসন্তান
Neymar: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়ে হওয়ার খবর সকলকে জানান নেমার।
নয়াদিল্লি: বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেমার জুনিয়ার (Neymar Jr)। নেমার ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) কোলে এল ফুটফুটে এক কন্যাসন্তান। শনিবার সকালেই (ভারতীয় সময় অনুযায়ী) নেমার নিজের সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের জন্মের কথা সকলকে জানান।
বাবা হলেন নেমার
সদ্যোজাত ও বান্ধবীর সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন নেমার। তাঁর কন্যাসন্তানের জন্ম দেওয়ার খবর জানিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার লেখেন, 'আজ আমাদের মেভ জন্ম নিয়ে আমাদের জীবন পরিপূর্ণ করল। তোমায় স্বাগত। তোমাকে আমরা খুব ভালবাসি এবং আমাদের বাবা মা হিসাবে বাছাই করার জন্য তোমায় অনেক ধন্যবাদ।'
Nossa Mavie chegou pra completar as nossas vidas ❤️🙏🏼
— Neymar Jr (@neymarjr) October 7, 2023
Seja bem-vinda, filha!
Você já é muito amada por nós.. obrigada por ter nos escolhido ✨#BrunaBiancardi pic.twitter.com/0BjF2o0xAL
এই বছরের এপ্রিলের আল হিলাল তারকা নেমার ও তাঁর বান্ধবী তাঁদের সন্তান যে আসতে চলেছে, সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন। সেই ঘোষণার ছয় মাস পরে এল তাঁদের কন্যা। নেমারের একটি পুত্রসন্তানও আছে। তার বয়স ১২।
স্থগিত কলকাতা ডার্বি
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আগামী ২৮ অক্টোবরের কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখা হল। ওইদিন হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ (East Bengal vs Mohun Bagan)। বৃহস্পতিবার এই ঘোষণা করল লিগের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ২৮ তারিখের বদলে কবে হবে, তা অবশ্য এ দিন জানানো হয়নি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে যে ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বইয়ে, সেই মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে রাত আটটা থেকে।
এ ছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা ইস্টবেঙ্গলের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে। ওই দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফএসডিএল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সেঞ্চুরি! কবাড্ডিতে সোনা জিতলেন ভারতীয় মেয়েরা, চলতি এশিয়ান গেমসে শততম পদক জিতল ভারত