BCCI Contract: টি-২০-তে অবসরের পর বোর্ডের বার্ষিক চুক্তিতে অবনমিত হবেন বিরাট, রোহিত? শ্রেয়স, ঈশানেরই বা ভবিষ্যৎ কী?
Indian Cricket Team: রিপোর্ট অনুযায়ী শনিবার, বোর্ডের কর্তারা সচিব দেবজিৎ সাইকিয়া এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতে বার্ষিক চুক্তি নিয়ে আলোচনায় বসবেন।

নয়াদিল্লি: সদ্যই শুরু হয়েছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ। রমরমিয়ে চলছে মেগা টুর্নামেন্ট। ভারতীয় দলের (Indian Cricket Team) পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ এখনও অনেক দেরি। তবে এরই মাঝে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হবে। খবর অনুযায়ী, দিনকয়েকের মধ্যেই বোর্ডের বার্ষিক চুক্তি (BCCI central contracts) তালিকা প্রকাশ করা হবে।
রিপোর্ট অনুযায়ী শনিবার, বোর্ডের কর্তারা সচিব দেবজিৎ সাইকিয়া এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতে আলোচনায় বসবেন। সেখানেই বার্ষিক চুক্তি সংক্রান্ত না না সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের বার্ষিক চুক্তি ঘিরে কিন্তু বেশ বড় কিছু সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। দলের মহাতারকাত্রয়ী বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা গত বছর বিশের বিশ্বকাপ জয়ের পরেই ওই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন। এই তিন ক্রিকেটারই এতদিন চুক্তির সর্বোচ্চ বিভাগে ছিলেন। তাঁদের এক ফর্ম্যাট থেকে অবসরের পরে কি বিভাগে বদল হবে? শ্রেয়স, ঈশান কিষাণদের ভবিষ্যৎ বা কী?
খবর অনুযায়ী এক ফর্ম্যাটে অবসর নিলেও কোহলিদের সর্বোচ্চ বিভাগেই রাখা হবে। তাঁদের পাশাপাশি চুক্তির সর্বোচ্চ বিভাগ অর্থাৎ 'এ+' ক্যাটেগরিতে বহাল থাকবেন যশপ্রীত বুমরাও। শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে গত বছর ঘরোয়া ক্রিকেট না খেলার জন্যই শাস্তিস্বরূপ বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর থেকে শ্রেয়স জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। দলের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী স্কোয়াডেও ছিলেন তিনি।
টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন শ্রেয়স। তাঁকে আবার বার্ষিক চুক্তির আওতায় আনা হবে বলেই খবর। ঈশান কিষাণের ক্ষেত্রেও এমনটা করা হতে পারে, তবে তাঁর ক্ষেত্রে খানিক প্রশ্নচিহ্ন রয়েছে বটে। ঈশানের বিষয়ে আলোচনা করে তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। অক্ষর পটেলকে গ্রেড 'বি' থেকে 'এ'-তে উত্তীর্ণ করা হতে পারে। এছাড়া হালে দুরন্ত পারফর্ম করা বরুণ চক্রবর্তী, নীতীশ রেড্ডি ও অভিষেক শর্মাকেও এবার বার্ষিক চুক্তির আওতায় আনা হতে পারে।
'এ+'- বিভাগে থাকা ভারতীয় ক্রিকেটাররা সাত কোটি, 'এ' বিভাগে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি টাকা বার্ষিক বেতন পান। 'বি' ও 'সি' বিভাগে থাকা ক্রিকেটাররা যথাক্রমে তিন ও এক কোটি টাকা করে পাবেন। কোনও ক্রিকেটারের বার্ষিক চুক্তির আওতায় আশার জন্য় একটি সময়ের মধ্যে অন্তত তিনটি টেস্ট বা আটটি ওয়ান ডে বা ১০ টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়। সেই অনুযায়ী সাত টেস্ট খেলা বাংলার আকাশ দীপকেও কিন্তু এবারের বার্ষিক চুক্তির আওতায় দেখা যেতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
