Ranji Trophy: ব্যাটে-বলে অনবদ্য পারফরম্য়ান্স শার্দুলের, রঞ্জিতে ইতিহাস গড়ে জয় মুম্বইয়ের
Mumbai vs Meghalaya: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও কোনও মিরাক্যাল ঘটাতে পারেননি মেঘালয়ের ব্যাটাররা। মাত্র ১২৯ রানে শেষ হয় তাঁদের দ্বিতীয় ইনিংস।

মুম্বই: রেকর্ড গড়ে মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জিতে জয় ছিনিয়ে নিল মুম্বই। বলের পর ব্যাট হাতেও দাপট শার্দুল ঠাকুরের। ম্য়াচের সেরা হলেন। এমনকী মুম্বইকে দুরন্ত জয় ছিনিয়ে নিতে অগ্রণী ভূমিকা নিলেন। ইনিংস ও ৪৫৬ রানের বিশাল ব্যবধানে মুম্বই ম্য়াচে জয় ছিনিয়ে নিল। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জয়। গুরুত্বপূর্ণ সাত পয়েন্টও ঝুলিতে পুরে নিল অজিঙ্ক রাহানের দল।
ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে গিয়েছিল মেঘালয়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই তাঁদের প্রথম ইনিংসে বোর্ডে তােলে ৬৭১/৭ (ডিক্লেয়ার)। সিদেশ ল্যাড ১৪৫ রান করেন। আকাশ আনন্দ ১০৩ রান করেন। স্যামস মুলানি ১০০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রাহানে ৯৬ রানে আউট হন। সূর্যাংশ শেডগে ৬১ রান করেন। শার্দুল ঠাকুর ৪২ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান ডানহাতি অলরাউন্ডার। এর আগে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শার্দুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও কোনও মিরাক্যাল ঘটাতে পারেননি মেঘালয়ের ব্যাটাররা। মাত্র ১২৯ রানে শেষ হয় তাঁদের দ্বিতীয় ইনিংস। এই ইনিংসেও ৪ উইকেট নেন শার্দুল। তনুষ কোটিয়ানও ৪ উইকেট নেন। মুলানি ও ডি'সুজা একটি করে উইকেট নেন। স্বাভাবিকভাবেই ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন শার্দুল।
চলতি রঞ্জিতে মেঘালয় তাঁদর ৬ ম্য়াচের ছয়টি ম্য়াচেই হেরে গিয়েছে। অন্যদিকে এলিট গ্রুপ এ-তে এই মুহূর্তে তিন নম্বর পজিশনে রয়েছে মুম্বই শিবির। তাঁদের আগে শুধু রয়েছে জম্মু কাশ্মীর ও বঢোদরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
