Rishabh Pant: এ তো হুবহু ঋষভ পন্থ! বিয়েবাড়ির ছবি দেখে হতবাক সকলে, মুহূর্তে ভাইরাল
IPL 2025: আইপিএলের আগেই ঋষভ পন্থের দিদির বিয়ে ঘিরে চাঁদের হাট মুসৌরিতে।

নয়াদিল্লি: সাত পাকে বাঁধা পড়লেন ঋষভ পন্থের (Rishabh Pant) দিদি সাক্ষী । বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট । মুসৌরির অনুষ্ঠানে হাজির ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, গৌতম গম্ভীর থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের তাবড় নাম ।
বিয়ের অনুষ্ঠানে অবশ্য ভাইরাল হয়েছে একটি ছবি । নেটিজেনরা আলোচনা শুরু করে দিয়েছেন, এ তো হুবহু ঋষভ পন্থের মতোই দেখতে!
ছবিটি নবদম্পতির । রয়েছেন ঋষভ পন্থ ও তাঁর মা-ও । পন্থ ও তাঁর মায়ের সঙ্গে সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর দিদি ও জামাইবাবুকে । যে ছবিতে পন্থের জামাইবাবুকে হুবহু তাঁর মতোই দেখতে লেগেছে । এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করেন মুফদ্দল ভোরা । সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স উপচে পড়ে । একজন লেখেন, 'এ তো হারিয়ে যাওয়া পন্থের ভাই ।' আর একজনের মন্তব্য, 'এ তো মনে হচ্ছে পন্থের ভাইয়ের বিয়ে । জামাইবাবু ও শ্যালককে একরকম দেখতে!'
Rishabh Pant at his sister's wedding. ❤️ pic.twitter.com/eXmpJFhm3J
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 13, 2025
আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী সাক্ষীকে নিয়ে মঙ্গলবার বিকেলে মুসৌরি পৌঁছে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল ধোনিও । বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপভোগ করেন তিনি । একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওটিতে ধোনি, সুরেশ রায়না এবং পন্থকে নাচতে দেখা গিয়েছে । স্ত্রী সাক্ষীর সঙ্গে নাচতে নাচতে গানও গেয়েছেন ধোনি ।
এই অনুষ্ঠানেই ফের কাছাকাছি দেখা গিয়েছে ধোনি ও গম্ভীরকে । শুধু কাছাকাছি দেখা গেল বললেও কম বলা হয়, বলা উচিত এক ফ্রেমে দেখা গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেবককে । উপলক্ষ্য? ভারতের দলের উইকেটকিপার ঋষভ পন্থের বোনের বিয়ে । মুসৌরিতে যে অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল ধোনি ও গৌতিকে । একসঙ্গে ছবিও তুললেন দুই মহাতারকা ।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন ভারতীয় দলের কোচ গম্ভীর । আর আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ধোনি ।
আরও পড়ুন: ইডেনে উইকেট পুজো করে প্রস্তুতি শুরু নাইটদের, প্র্যাক্টিসে চমক রাসেল-রাহানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
