Saraswati Puja: পরনে হলুদ পাঞ্জাবি, ডোনা, সানার সঙ্গে সপরিবারে বাণী বন্দনায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বাগদেবীর আরাধনার দিনে সারাদিন বাড়িতেই রয়েছেন সৌরভ। পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

কলকাতা: আজ সরস্বতী পুজোর (Saraswati Puja ২০২৫) লগ্ন পড়ে গিয়েছে। বাগদেবীর আরাধনায় সেলিব্রিটিরা। বেহালায় পুজোয় সামিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায়। ধুমধাম করে গঙ্গোপাধ্যায় বাড়িতে হল বাণী-বন্দনা।
সরস্বতী পুজোটা সপরিবারেই কাটালেন বাংলার আইকন সৌরভ। সারাটা দিন বাড়িতেই কাটানোর পরিকল্পনা তাঁর। বিদেশ থেকে মেয়ে সানা এসেছেন। মেয়ের সঙ্গেই পুজোটা কাটাতে চান তিনি। সৌরভ বলেন, 'আমি তো সারাদিন বাড়িতেই আছি। সানার পুজো দেখতে এসেছিলাম। ও কালই বাইরে থেকে বাড়িতে এসেছে। ওর সঙ্গেই পুজো দেখতে এসেছিলাম একটু।'
পুজো উপলক্ষ্যে গঙ্গোপাধ্যায় বাড়তি প্রতিবারের মতো এবারেও না অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করা রয়েছে। ডোনা গঙ্গোপাধ্যায় নাচের স্কুলের বাচ্চাদের উপস্থিতিতে হবে নাচ, গান। ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, 'সরস্বতী পুজো তো সরস্বতী পুজোই। প্রতি বছরের মতো এবারও পুজো করছি আমরা। মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি।' তিনি আরও যোগ করেন, 'প্রতি বছরের মতো এ বছরও দুপুবেলায় খিচুড়ি হয়েছিল বাড়িতে। আর রাত্রিবেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব বাচ্চাদের নিয়ে আমরা এই দিনটায় রাতে নাচ, গান করি।'
প্রসঙ্গত, আজকের দিনটা আনন্দে, হাসিতে কাটলেও, দিনকয়েক আগেই বিপদে পড়েছিল গঙ্গোপাধ্যায় পরিবার। আরও সুস্পষ্ট করে বললে ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করল দুষ্কৃতীরা।
এ নিয়ে এক বছরের মধ্যে তিন-তিনবার ডোনার সমাজমাধ্যমে দুষ্কৃতীদের হানা। গোটা ঘটনায় বিরক্ত, ক্ষুব্ধ ডোনা। ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করে তাতে আরবি শব্দে ডোনার নাম লেখা হয়। গোটা ঘটনা জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন নৃত্যশিল্পী। এবিপি আনন্দকে (ABP Ananda) ডোনা জানালেন, আইনি পদক্ষেপও করেছেন তাঁরা।
ডোনা বললেন, 'কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।' ডোনা আরও বললেন, 'এ নিয়ে তিনবার আমার ফেসবুক হ্যাক করা হল। কেন যে আমাকে নিশানা করা হচ্ছে বুঝছি না। আমি শুধুমাত্র নাচ ও সেই সংক্রান্ত ভিডিও বা ছবি ছাড়া কিছুই সেভাবে পোস্ট করি না। বারবার বিব্রত হতে হচ্ছে।'
এর আগেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অপ্রীতিকর পোস্টও করা হয়। সেবার ডোনার প্রোফাইল থেকে তাঁর মৃত্যুর ভুয়ো সংবাদও পোস্ট করা হয়েছিল। কোনও পোস্টে লেখা হয়েছিল, 'ডোনার পবিত্র আত্মার শান্তি কামনা করি।' কোনও পোস্টে লেখা ছিল, 'শান্তিতে ঘুমোও বোন ডোনা।' একটি পোস্টে এমনও লেখা হয়েছিল যে, কোনও এক দুর্ঘটনায় নাকি প্রয়াত হয়েছেন এই নৃত্যশিল্পী। সেই আবারও একই ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে তৎপর সকলেই।
আরও পড়ুন: লড়াইটা সেই ব্যাট বলের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গম্ভীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
