Women's Asia Cup 2024: ওপেনিং জুটির দৌরাত্ম্য়, বল হাতে অনবদ্য দীপ্তি, টানা তিন জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
India vs Nepal: নেপালের বিরুদ্ধে অনবদ্য ৮১ রানের ইনিংসে ম্যাচের সেরা নির্বাচিত হলেন শেফালি বর্মা। বল হাতে তিন উইকেট নিয়ে ফের নজর কাড়লেন দীপ্তি শর্মা।
দাম্বুলা: পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিল ভারত। নেপালকেও (India vs Nepal) হেলায় হারিয়ে নাগাড়ে তিন ম্যাচ জিতে মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2024) শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় দল। ভারতের ১৭৮ রানের জবাবে ৯৬ রানেই শেষ হয়ে গেল নেপালের লড়াই। ৮২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতল ওমেন ইন ব্লু। অনবদ্য ৮১ রানের ইনিংসে ম্যাচের সেরা নির্বাচিত হলেন শেফালি বর্মা (Shafali Verma)। বল হাতে তিন উইকেট নিয়ে ফের নজর কাড়লেন দীপ্তি শর্মা (Deepti Sharma)।
এদিন ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বদলে দলের দায়িত্ব সামলান স্মৃতি মান্ধানা। তিনি নিজে কিন্তু ওপেনও করতে নামেননি। বেঞ্চ শক্তি খানিক পরীক্ষা করে নেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় দলের। তবে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতি বা স্মৃতির ওপেনিং না করা কিন্তু দলের পারফরম্যান্সে তেমন কোনও প্রভাব পড়ল না। গত ম্যাচে যেখানে রিচা ঘোষ ও হরমনপ্রীতের মিডল অর্ডার ব্যাটিং দলের জয়ের ভিত গড়ে। এদিন সেটা করেন ভারতীয় ওপেনাররা। শেষ চারে মাঠে নামার আগে এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবরই বটে। তবে দীপ্তি শর্মাসহ গোটা ভারতীয় স্পিনবিভাগই বেশ নজর কাড়ল, আবারও।
𝙄𝙣𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙎𝙚𝙢𝙞𝙨!#TeamIndia continue their winning run in #WomensAsiaCup2024 👏👏
— BCCI Women (@BCCIWomen) July 23, 2024
Scorecard ▶️ https://t.co/PeRykFLdTV#ACC | #INDvNEP pic.twitter.com/8Eg77qAJOt
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। শেফালির সঙ্গে এদিন ওপেন করতে নামেন হেমলতা। দুইজনে মিলে ওপেনিংয়েই ১২২ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলের জয়ের ভিত গড়ে দেন। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়েই ৫০ রান তুলে ফেলে ভারত। অর্ধশতরানের দোরগোড়ায় হেমলতা ৪৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও, শেফালি কিন্তু তা করেননি। ৩৫ বলে নিজের কেরিয়ারের দশম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি হাঁকান তিনি। ৮১ রানে অবশেষে তাঁর ইনিংস থামে। জেমাইমা শেষের দিকে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে তিন উইকেটে ১৭৮ রান তুলতে সাহায্য করেন।
ব্যাট করতে নেমে শুরুতেই অরুন্ধতী, রেণুকাদের দাপটে বোলিংয়ে চাপে পড়ে যায় নেপাল। পাওয়ার প্লেতে দুই উইকেটে মাত্র ৩১ রান তোলেন তাঁরা। ৫০ রানের গণ্ডি পার করতে গিয়ে আধা ইনিংসই শেষ হয়ে যায়। দীপ্তি শর্মা নেপালের লোয়ার মিডল অর্ডারে চিড় ধরান। তাঁর সঙ্গী হিসাবে ছিলেন রাধা যাদব। দুইজনে তিন ও দুইটি উইকেট নিয়ে ভারতের জয় সুনিশ্চিত করেন। ২০ ওভারে নয় উইকেটে ৯৬ রানই তুলতে পারে নেপাল। সীতা মাগার নেপালের হয়ে সর্বাধিক ১৮ রানের ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অনুশীলনে সঞ্জুর সঙ্গে গম্ভীর আলোচনা, সঙ্গে কেকেআরের দেওয়া উপহার, ভারতীয় ক্রিকেটে গৌতম-জমানা শুরু