SA vs BAN Match Highlights: মাত্র ১১৩ তুলেও বাংলাদেশকে ৪ রানে হারিয়ে কার্যত সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
T20 World Cup 2024: সকলেই বলাবলি করছিলেন, রবিবারের ভারত-পাক ম্যাচের রিপিট টেলিকাস্ট শুরু হয়ে গেল নাকি? ঘটনাস্থল, সেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির ক্রিকেট স্টেডিয়াম।
নিউ ইয়র্ক: সকলেই বলাবলি করছিলেন, রবিবারের ভারত-পাক ম্যাচের রিপিট টেলিকাস্ট শুরু হয়ে গেল নাকি?
ঘটনাস্থল, সেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির ক্রিকেট স্টেডিয়াম। প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। রবিবার টি-২০ বিশ্বকাপের ম্যাচে (T20 World Cup) প্রথমে ব্য়াট করে যে মাঠে ১১৯ রানে আটকে গিয়েছিল ভারত, সেই মাঠে ২৪ ঘণ্টা পরে প্রথমে ব্যাট করে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা তুলল ১১৩ রান। ৬ উইকেট হারিয়ে। মনে করা হয়েছিল যে, সহজ লক্ষ্য পূরণ করে দেবেন শাকিব আল হাসানরা। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের কপালেও লেখা ছিল সেই ভাগ্য, যা রবিবার ভুগিয়েছে পাকিস্তানকে। পুরো ২০ ওভার ব্যাট করেও বাংলাদেশ আটকে গেল ১০৯/৭ স্কোরে। ৪ রানে ম্যাচ জিতে কার্যত সুপার এইটে উঠেই গেল দক্ষিণ আফ্রিকা। টানা তিন ম্যাচ জিতে তাদের পয়েন্ট হল ৬।
রবিবার টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজ়ম। লক্ষ্য ছিল, মেঘলা আবহাওয়ার ফায়দা তুলে শুরুতেই ভারতের কয়েকটি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করা। সোমবার অবশ্য বৃষ্টি হয়নি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।
তবে শুরু থেকেই স্বস্তিতে ছিল না দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ওপেনার রিজা হেনড্রিকসকে ০ রানে ফিরিয়ে দেল বাংলাদেশের পেসার তাঞ্জিম হাসান সাকিব। অপর ওপেনার কুইন্টন ডি'কককেও তুলে নেন তিনি। তাস্কিন আমেদ ফেরান মারক্রামকে। ফের সাকিবের বলে ফেরেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নজর কাড়া ট্রিস্টান স্টাবস। ২৩/৪ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রোটিয়া ইনিংসকে টানেন হেনরিখ ক্লাসেন (৪৬) ও ডেভিড মিলার (২৯)। ১১৩/৬ তোলে দক্ষিণ আফ্রিকা।
🇿🇦 win a thriller in New York 🔥
— ICC (@ICC) June 10, 2024
A skilful bowling display against Bangladesh helps them defend the lowest total in Men's #T20WorldCup history 👏#T20WorldCup | #SAvBAN | 📝: https://t.co/XCZhIYVOHi pic.twitter.com/Kak9T5Jq0S
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১০৯/৭ স্কোরে আটকে যায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৩৭ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ২৭ রানে ৩ উইকেট কেশব মহারাজের।
আরও পড়ুন: জুতো লক্ষ্য করে বোলিং, পাঞ্জাবি গান আর খাবার, বুমরার অজানা গল্প শোনালেন সতীর্থ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।