Deepak Punia: কুস্তিতে ভারতীয়দের দাপট শুরু, দীপকের প্যাঁচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কুপোকাত!
CWG 2022: পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল ১/৮ ফাইনালে জিতলেন ভারতের দীপক পুনিয়া। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে ভারত ১০ পদক জিতেছে। তারপর থেকেই প্রত্যাশার পারদ চড়ছিল কুস্তি নিয়ে। যে ইভেন্টে ভারতের অভিযান শুরু হল শুক্রবার। আর প্রথম দিনই প্রত্যাশা মাফিক দাপট শুরু করে দিলেন ভারতীয় পালোয়ানরা।
পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল ১/৮ ফাইনালে জিতলেন ভারতের দীপক পুনিয়া (Deepak Punia)। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক। ১০-০ ব্যবধানে জিতেছেন তিনি।
ব্যাডমিন্টনে দাপট
মিক্সড দলের ফাইনালে হাতছাড়া হয়েছিল সোনা। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সিঙ্গলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন।
লক্ষ্যর জয়
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় তরুণ শাটলার লক্ষ্য় সেন তাঁর দ্বিগুণেরও বেশি বয়সের প্রতিপক্ষকে হেলায় হারালেন। সেন্ট হেলনার ৪৫ বছর বয়সী ভার্নন স্মিডকে কার্যত দাঁড়াতেই দেননি ১০ নম্বর শাটলার লক্ষ্য। তাঁদের ম্যাচের ফলাফল লক্ষ্যের পক্ষে ২১-১, ২১-৬। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদাম্বি শ্রীকান্তও নিজের ম্যাচে বেশ সহজেই জয় পেয়েছেন। তিনি ২১-৯, ২১-৯ স্কোরলাইনে ড্যানিয়েল ওয়ানাগালিয়াকে পরাস্ত করেন। বিশ্বের ১৩ নম্বর পুরুষ শাটলার শ্রীকান্ত নিজের ক্রস কোর্ট ড্রপ শটগুলির মাধ্যমেই প্রতিপক্ষকে নাজেহাল করে দেন।
লক্ষ্য, শ্রীকান্ত দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতলেও কাশ্যপকে নিজের ম্যাচে জয়ের জন্য বেশ খানিকটা ঘাম ঝড়াতে হয়। তিনি পাকিস্তানের মাহুর শেহজাদের বিরুদ্ধে প্রথম গেম ২২-২০ স্কোরলাইনে জিতলেও, তাঁকে লড়াই করেই সেই গেমে জয় আদায় করতে হয়। দ্বিতীয় গেমে অবশ্য শুরুটা দারুণভাবে করেছিলেন তিনি। পরের রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হবেন দুমিন্দু আবেবিক্রমার। লক্ষ্য নামবেন লিন ঝিয়াংয়ের বিরুদ্ধে। বিশ্বের ৫৭ নম্বর তারকা আকর্ষি খেলবেন ইভা কাট্টিরজির বিরুদ্ধে।
আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার