Cristiano Ronaldo: চেনা মেজাজে রোনাল্ডো, বড় ব্যবধানে জয় আল নাসেরের
AFC Champions Leagu: এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সি আর সেভেন। আল আইন গোলরক্ষক খালিদ এসা ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সাদিও মানের শট বাঁচাতে চেয়েছিলেন।
রিয়াধ: বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে। বয়স উনচল্লিশ পেরিয়েছে। অনেকেই বলেন তিনি নাকি ফুরিয়ে গিয়েছেন। কিন্তু তিনি নিজে বিশ্বাস করেন যে এখনও আগের মতই ক্ষিপ্রতা রয়েছে তাঁর মধ্য। যার নমুনা আরও একবার পাওয়া গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League)। আল আইনের বিরুদ্ধে ৫-১ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের (Al Nasser)। গোটা ম্য়াচে দুরন্ত খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এমনকী একটি গোলও করেন তিনি। একটি আত্মঘাতী গোল করেন প্রতিপক্ষ দলের ফুটবলার।
খেলায় তালিস্কার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আল নাসের। এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সি আর সেভেন। আল আইন গোলরক্ষক খালিদ এসা ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সাদিও মানের শট বাঁচাতে চেয়েছিলেন। ফিরতি বলে জালে তা ঢুকিয়ে দেন রোনাল্ডো। এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে অপরাজিত থেকে গেল আল নাসের। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে আল নাসের ওয়েস্ট এশিয়ার দলগুলোর মধ্যে। রােনাল্ডো শিবিরের আগে রয়েছে আল হিলাল ও আল অহিল। সেরা আট দল নক আউট পর্বে জায়গা করে নেবে।
View this post on Instagram
কিছুদিন আগেই মাঠের বাইরে রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের একমাত্র অ্যাথলিট হিসেবে সোশ্যাল মিডিয়ায় ১ বিলিয়ন ফলোয়ার গড়ার রেকর্ড গড়লেন সি আর সেভেন। আর কোনও অ্যাথলিট এই বিষয়ে রোনাল্ডোর ধারেকাছেও নেই। সিআরসেভেনের ১ বিলিয়ন ফলোয়ারের মধ্যে ইনস্টাগ্রামে ৬৩৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ফেসবুকে রয়েছে ১৭০ মিলিয়ন। এক্স হ্যান্ডেলে রয়েছে ১১৩ মিলিয়ন।
নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যানেলে ৬০.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নিজের ফলোয়ার ১ বিলিয়নে পৌঁছানোর পর ভক্তদের সমর্থন জানিয়ে পোস্ট করেছেন সি আর সেভেন। আল নাসেরের হয়ে ক্লাব ফুটবল খেলা রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ''আমরা ইতিহাস গড়েছি। ১ বিলিয়ন ফলোয়ার। এটা নম্বরের থেকে থেকেও গুরুত্বপূর্ণ কিছু। সবাইকে অনেক অনেক বেশি ভালবাসা।''
আরও পড়ুন: নিজের জেলায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, সোশ্য়াল মিডিয়ায় সমবেদনা জানিয়ে পোস্ট লক্ষ্য সেনের