ISL: টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দুই দলই, চেন্নাইয়ের ঘরের মাঠেও কি সবুজ মেরুন ঝড় উঠবে?
ISL 2025: গত শুক্রবার জামশেদপুরে দাপুটে ফুটবল খেলেও ইস্পাতনগরীর কঠিন পরীক্ষা জিততে পারেনি মোহনবাগান। ফল ১-১ রেখে ম্যাচ শেষ করে তারা।

কলকাতা: ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের আইএসএলেও গতবারের শিল্ড খেতাব ধরে রাখার জন্য মরিয়া তারা। এ সব ঠিকই আছে। কিন্তু গত দুই ম্যাচে তাদের পারফরম্যান্সে যে অশনি সঙ্কেত দেখা দিয়েছে, তার পরে সাবধান না হলে তাদের সমস্যা হতে পারে, যেমন হয়েছে বেঙ্গালুরু এফসি-র। যেমন হয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি-র।
এ পর্যন্ত ১৬টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে হেরেছে যারা, তাদের অপ্রতিরোধ্য বলাই যায়। কিন্তু ফুটবল এমন একটা খেলা আর আইএসএল এমন এক লিগ, যেখানে অঘটন প্রায় নিত্যদিনের ঘটনা। লিগের শুরুর দিকে বেঙ্গালুরু এফসি-র কাছে মোহনবাগান এসজি-র তিন গোলে হারা এবং গত মাসে এফসি গোয়ার কাছে সবুজ-মেরুন বাহিনীর ১-২-এ হারা তেমনই অঘটন। এমন অঘটন যে ফের ঘটবে না, তার কোনও নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
মঙ্গলবার যাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান এসজি, সেই চেন্নাইন এফসি এমন একটা দল, অনিশ্চয়তা যাদের বরাবরের সঙ্গী। কোন ম্যাচে কী রকম খেলতে পারে তারা, তার কোনও রকম আন্দাজই দেওয়া কারও পক্ষে সম্ভব নয়। গত চার ম্যাচে জয়হীন তারা। গত দুই ম্যাচে দু’গোলে এগিয়ে গিয়েও হেরেছে আওয়েন কোইলের দল। তার আগে জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ওডিশার মতো দলকে হারিয়েছে তারা। এ রকম একটা দলের বিরুদ্ধে যে কোনও দলের যে কোনও রকম ফলই হতে পারে।
গত শুক্রবার জামশেদপুরে দাপুটে ফুটবল খেলেও ইস্পাতনগরীর কঠিন পরীক্ষা জিততে পারেনি মোহনবাগান। ফল ১-১ রেখে ম্যাচ শেষ করে তারা। প্রথমার্ধে দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে সেই দাপট সে ভাবে বজায় রাখতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইস্পাত-বাহিনী। তাই ব্যবধান ধরে রাখতে পারেনি গতবারের শিল্ড চ্যাম্পিয়নরা। সারা ম্যাচে ১৬টি গোলের সুযোগ তৈরি করেও একটির বেশি গোল করতে পারেনি তারা। পাঁচটির বেশি শটও লক্ষ্যে ছিল না তাদের।
তার আগে কলকাতা ডার্বিতে তাদের সমর্থকদের মন ভরিয়ে মাঠ ছাড়তে পারেনি সবুজ-মেরুন বাহিনী। সে দিনও ১১টি গোলের সুযোগ তৈরি করে মোহনবাগান। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি। নিয়মিত সুযোগ হাতছাড়া হওয়ার রোগ লিগের শুরুর দিকে ছিল তাদের। মাঝখানে সেই রোগ সেরে গিয়েছিল বলে মনে হয়েছিল। চলতি লিগে ১৬ ম্যাচে ৩১ গোল করেছে সবুজ-মেরুন বাহিনী। অর্থাৎ, গড়ে প্রতি ম্যাচে প্রায় দু’গোল করে দিয়েছে তারা। কিন্তু গত দুই ম্যাচে তাদের গোলের সুযোগ নষ্ট করার বহর দেখে প্রশ্ন উঠছে, টানা সাফল্য কি তাদের আত্মতুষ্ট করে তুলেছে? সত্যিই যদি তা হয়, তা হলে চেন্নাইন কিন্তু তাদের চোখ খোলার জন্য তৈরি। তথ্য সংগ্রহ: আইএসএল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
