India vs Pakistan: ১৯৮৬ সালে শেষ বলে মিয়াঁদাদের ছক্কায় হার এখনও কপিলের কাছে দুঃস্বপ্ন
Kapil Dev: তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেবের মতে ওই হারটা পরবর্তী চার বছরের জন্য ভারতীয় দলের মনোবল ভেঙে দিয়েছিল। তবে তিনি চেতন শর্মাকে ফুলটস করার জন্য আজও দোষারোপ করেন না বলেই জানান কপিল।
নয়াদিল্লি: শনিবার থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
মিয়াঁদাদের ছক্কার মাশুল
বর্তমানে রাজনৈতিক টানাপোড়েনের জেরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র বিভিন্ন টুর্নামেন্টেই সাক্ষাৎ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের বেশ কয়েকদিন আগে থেকেই সমর্থকদের মধ্যে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা, জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। প্রায়শই উঠে আসে অতীতের নানা বিখ্যাত ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ। এমনই এক চিরবিখ্যাত ম্য়াচ হচ্ছে ১৯৮৬ সালের অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনাল। এই ম্যাচের শেষ বলে জাভেদ মিয়াঁদাদ চেতন শর্মার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে ছিলেন।
কপিলের দুঃস্বপ্ন
সেই স্মৃতি যেন তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) কাছে আজও দুঃস্বপ্নের মতো। ওয়াসিম আক্রমের সঙ্গে অতীতের স্মৃতি আলোচনা করতে গিয়ে কপিল জানান, 'শেষ ওভারে আমি চেতনকে বল দেওয়ার সিদ্ধান্ত নিই। তবে ওর কোনও দোষ ছিল বলে আমার আজও মনে হয় না। ওদের জয়ের জন্য শেষ বলে চার রানের প্রয়োজন ছিল। আমরা তাই ইয়র্কার বল করার জন্য চতনকে বলি। তাছাড়া কোনও তেমন বিকল্পও ছিল না। তবে বলটা লো ফুলটস হয়। মিয়াঁদাদ ক্রিজে থিতু থেকে বলে ব্যাটে ভালই সংযোগ ঘটিয়েছিল। ও দিনের কথা আজও মনে পড়লে আমার রাতের ঘুম উড়ে যায়। ওই হারটা পরবর্তী চার বছর দলের মনোবল ভেঙে দিয়েছিল। ওমন জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটাও বেশ কঠিন।'
এই ভারতীয় দলও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এক চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করে পাকিস্তানের বিরুদ্ধে। ১০ উইকেটে পাকিস্তান ভারতকে হারায়। সেই হারের চাপে গত বছরের বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ভারত। প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়াকে। এবার তাই ভাগ্য বদলে জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবেন রোহিত শর্মারা। সেই লক্ষ্যে সাফল্য আসে কি না, এখন সেটাই দেখার। গত বছরের বিশ্বকাপের মতোই এই রবিবার (২৮ অগাস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই মাঠে গত বারের হারের দুঃস্বপ্ন ঝেড়ে ফেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
আরও পড়ুন: বিরাট, রোহিত নয়, পাকিস্তানের বিরুদ্ধে এই ব্যাটারকে সমীহ করছেন আক্রম