IND vs SA: সেঞ্চুরিয়নেই ধোনিকে টেক্কা দিয়ে অনন্য রেকর্ডের হাতছানি পন্থের
IND vs SA: আর মাত্র ৩টি শিকার করতে পারলেই ভারতীয় উইকেট কিপার হিসেবে দ্রুততম ১০০ শিকারের মালিক হবেন তিনি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Sing Dhoni)।
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে টেস্ট সিরিজেই কী মহন্দ্রে সিংহ ধোনিকে টপকে যাবেন ঋষভ পন্থ (rishabh pant)? উইকেটকিপার হিসেবে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে দিল্লির এই তরুণ উইকেট কিপার। এখনও পর্যন্ত টেস্টে জাতীয় দলের উইকেট কিপার হিসেবে পন্থের ঝুলিতে রয়েছে ৯৭টি শিকার। তার মধ্যে রয়েছে ৮৯ ক্যাচ ও ৮টি স্টাম্পিং। আর মাত্র ৩টি শিকার করতে পারলেই ভারতীয় উইকেট কিপার হিসেবে দ্রুততম ১০০ শিকারের মালিক হবেন তিনি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (mahendra sing dhobi)। ধোনি ৩৬ ম্যাচে ১০০ শিকারের মালিক হয়েছিলেন। তিনিই এখনও পর্যন্ত দ্রুততম একশো শিকারের মালিক।
এদিকে, আজকের দিনেই মহেন্দ্র সিংহ ধোনির (mahendra sing dhoni) অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় মাহির। কিন্তু, স্কোরবোর্ডে কোনও রান না তুলেই আউট হয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই তাঁকে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাপস বৈশ্য ও খালেদ মাসুদ।
যদিও পরবর্তীকালে নিজেকে আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ফিনাশারে পরিণত করে তোলেন মাহি। শুধু তাই নয়, তাঁর তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। গত বছর ১৫ অগাস্ট এহেন আন্তর্জাতিক ক্রিকেট(international Cricket) কেরিয়ারের পরিসমাপ্তি ঘোষণা করে অবসর নেন ধোনি। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন আগেই। ২০১৪ সালের ডিসেম্বর মাসে।
বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ধোনি। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি২০ বিশ্বকাপে প্রথম এডিশনেও ভারত জেতে তাঁর নেতৃত্বেই। ২০১৩ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। আর এর সাথে সাথে ধোনিই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিন ধরনের আইসিসি ট্রফিই জিতেছে।