India vs New Zealand 2nd Test Live : ১১৩ রানে জয়ী নিউজ়িল্যান্ড, দেশের মাটিতে লজ্জার সিরিজ হার ভারতের, লাইভ আপডেট
IND vs NZ Score Live: বেঙ্গালুরুতে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। পুণেতেও চালকের আসনে তারা। জিতলে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে চলে আসবে।
LIVE
Background
পুণে : শ্রীলঙ্কার মাটি থেকে সদ্য টেস্ট সিরিজ হেরে ফিরেছে নিউজ়িল্যান্ড। সেই শ্রীলঙ্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় যারা রয়েছে তিনে। আর প্রথম স্থানে রয়েছে যারা, সেই ভারতকে ভারতের মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নিউজ়িল্যান্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। পুণেতেও চালকের আসনে তারা। জিতলে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে চলে আসবে।
পুণে টেস্টে ভারতের বিরুদ্ধে ৩০১ রানের বিরাট লিড নিয়েছে নিউজ়িল্যান্ড (India vs NZ)। হাতে রয়েছে এখনও ৫ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানের মহার্ঘ লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫। পাঁচ উইকেটই স্পিনারদের। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর নিয়েছেন চার উইকেট। এক উইকেট অশ্বিনের। সব মিলিয়ে ম্য়াচে ১১ উইকেট হয়ে গিয়েছে ওযাশিংটনের। পুণে টেস্ট তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আবার শনিবারের পর পুণে টেস্ট ম্যাচ দ্রুত ভুলতেও চাইতে পারেন তামিলনাড়ুর অফস্পিনার। কারণ, তাঁর ব্যক্তিগত সাফল্যের টেস্টে দল হিসাবে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে ভারতের। যারা প্রথম ইনিংসে ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল, কিউয়ি স্পিনারদের বিরুদ্ধে যাদের থরহরিকম্প দেখিয়েছে, তারা দ্বিতীয় ইনিংসে তিনশোর বেশি স্কোর তাড়া করে জিতছে, পিচ ও পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখলে বিষয়টা অবশ্য মোটেও জলবৎ তরলং মনে হবে না। বরং এখান থেকে নিউজ়িল্যান্ডের পাল্লাই ভারি। ম্যাচ জিততে গেলে ভারতকে অসাধ্য সাধন করতে হবে।
যার মধ্যে প্রথমেই স্পিন ধাঁধার জবাব খুঁজতে হবে। প্রথম ইনিংসে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে বিদ্ধ হয়েছিল ভারত। এমনকী, গ্লেন ফিলিপ্সের বিরুদ্ধেও বিপাকে পড়তে দেখা গিয়েছিল ভারতীয় ব্যাটারদের। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সাইমন ডুল শুক্রবারই কটাক্ষ করেছেন স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতাকে। বলেছেন, ভারতীয় ব্য়াটাররা স্পিনারদের বিরুদ্ধে শক্তিশালী এই ধারণা সম্পূর্ণ ভুল।
গোটা বিশ্ব নখ-দাঁত বার করতে শুরু করেছে। ম্যাচ কা মুজরিম খুঁজে বার করতে আস্তিন গোটাচ্ছেন ভারতের প্রাক্তনীরাও। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে শুধু ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জই থাকছে না, থাকছে সমালোচনা বন্ধ করার গুরুদায়িত্বও।
২০০১ সালের ২৩ বছর পর দেশের মাটিতে পরপর দুই টেস্টে লিড হজম করতে হয়েছে ভারতকে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যে টেস্টে লিড হজম করতে হয়েছিল, সেই ইডেন ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত জিতেছিল ভারত। তৈরি হয়েছিল নতুন ইতিহাস। ফলো অন করেও ম্যাচ জিতিয়েছিলেন লক্ষ্মণ-দ্রাবিড়রা।
IND vs NZ Live Score: ১১৩ রানে ম্যাচ জিতল নিউজ়িল্যান্ড
৪২ রানে আউট জাডেজা। ২৪৫ রানে শেষ ভারত। ১১৩ রানে ম্যাচ জিতল নিউজ়িল্যান্ড। সিরিজও জিতে নিল ২-০ ব্যবধানে।
IND vs NZ Live: ভারতের স্কোর ২২৯/৯
১ রান করে ফিরলেন আকাশ দীপ। ভারতের স্কোর ২২৯/৯।
IND vs NZ Score Live: লড়াই চালাচ্ছেন জাডেজা
লড়াই চালাচ্ছেন জাডেজা। সঙ্গে আকাশ দীপ। ৫৮ ওভারের শেষে ভারতের স্কোর ২২৭/৮। ম্যাচ জিততে এখনও চাই ১৩২ রান।
IND vs NZ Live Score: ৫৪ ওভারের শেষে ভারতের স্কোর ২১৮/৮
৫৪ ওভারের শেষে ভারতের স্কোর ২১৮/৮। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও আকাশ দীপ।
India vs New Zealand Live: ১৮ রানে আউট অশ্বিন, ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের মুখে নিউজিল্যান্ড
ব্যক্তিগত ১৮ রানে আউট আর অশ্বিন। সেই স্যান্টনারের বলে ক্যাচ তুললেন মিশেলের হাতে। ঐতিহাসিক সিরিজ জয়ের মুখে নিউজিল্যান্ড।