(Source: Poll of Polls)
KKR 2023: আমাদের হারানোর কিছু ছিল না, বিরাট-যুদ্ধে জিতে বললেন নাইটদের নায়ক
IPL 2023: তিনি দলে অন্তর্ভুক্ত হওয়ার পর যেন কলকাতা নাইট রসাইডার্সের টপ অর্ডারে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
কলকাতা: তিনি দলে অন্তর্ভুক্ত হওয়ার পর যেন কলকাতা নাইট রসাইডার্সের টপ অর্ডারে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ্যপূরণ হয়েছে জেসন রয়ের। ইনিংস ওপেন করে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন ইংরেজ তারকা। তাঁর জন্যই টানা ৪ হারের পর জয়ের সরণিতে ফিরেছে কেকেআর।
পরপর চার হারের পর কী করে ঘুরে দাঁড়ালেন? কেকেআরের ওয়েবসাইটে জেসন রয় বলেছেন, 'কিছুই নতুনত্ব করিনি। যে পদ্ধতি অবলম্বন করছিলাম, সেটা আঁকড়ে ধরেই সফল হয়েছি। আমরা স্বাধীনভাবে খেলেছি। কারণ জানতাম, আমাদের হারানোর কিছু নেই।'
বিরাট কোহলিদের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি। কেকেআরের জয়ের অন্যতম নায়ক বলছেন, 'ম্যাচ জিতেছে দল, আর আমি ব্যাট হাতে অবদান রাখতে পেরেছি। এতেই আনন্দ। খুব স্পেশ্যাল মনে হয়। আগের ম্যাচে ঘরের মাঠে রান পেয়েছিলাম। তবে দল জিততে না শুরু করলে ভাল লাগে না। আশা করছি এই ছন্দ পরের ৬ ম্যাচেও ধরে রাখতে পারব।'
আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?
অধিনায়ক হিসাবে নীতীশ রানাকে কেমন দেখছেন? জেসন বলেছেন, 'অধিনায়ক হিসাবে নীতীশ ভীষণ শান্ত থাকতে পারে। মাঠে বিচক্ষণ। গ্যালারির সমর্থন আমাদের বিপক্ষে ছিল। আরসিবি ম্যাচে ফেরার চেষ্টা করেছে বারবার। ও মাথা ঠান্ডা রেখেছে। বোলারদের থেকে সেরাটা বার করে এনেছে।' যোগ করেছেন, 'বোলারদেরও কৃতিত্ব প্রাপ্য। ওই মাঠে (চিন্নাস্বামী স্টেডিয়াম), ছোট বাউন্ডারি থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলা সহজ নয়।'
কেকেআরের বাকি রয়েছে আর ৬টি ম্যাচ। যার মধ্যে ৪টি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। ম্যাজিক ফিগার ১৬তে পৌঁছতে বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিততে হবে কেকেআরকে। কাজটি কঠিন। কিন্তু অসম্ভব নয়।
২০২১ সালের আইপিএলে একটা সময় টানা ৪ ম্যাচ হেরেছিল কেকেআর। তারপর ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নাইটরা। ফাইনালে ওঠার পথে টানা ৪ ম্যাচ জিতেছিল কেকেআর। সেবারও টুর্নামেন্টের মাঝপথে কেউই ভাবেননি যে, ফাইনালে যাবেন নাইটরা। শেষ পর্যন্ত সিএসকে-র কাছে ফাইনালে হেরেছিল কেকেআর। তবে ২ বছর আগের সেই পারফরম্যান্স এবারও নাইট শিবিরের সামনে উদাহরণ হতে পারে। বিশ্বাস জন্মাতে পারে, চেষ্টা করলে অসম্ভব কিছুই নয়।