(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Awards 2023: আইপিএল ফাইনালজয়ী দল কত টাকা পুরস্কারমূল্য পাবে? সেরা তরুণ প্রতিভাই বা পাবেন কত টাকা?
IPL 2023 Prize Money: আইপিএলের ১৬ বছরে টুর্নামেন্টজয়ী দলের পুরস্কারমূল্য পাঁচ গুণেরও অধিক বৃদ্ধি পেয়েছে।
আমদাবাদ: ২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম সংস্করণ পর থেকে প্রতিবছরই উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে টুর্নামেন্ট থেকে আয় এবং টুর্নামেন্টে পুরস্কার মূল্যও। আইপিএলের ষোড়শ সংস্করণের ফাইনালে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল পুরস্কারমূল্য হিসাবে ঠিক কত টাকা পেতে চলেছে?
এ মরসুমের আইপিএলজয়ী দল ২০ কোটি টাকা পুরস্কারমূল্য বাবদ পেতে চলেছে। টুর্নামেন্টের রানার্স আপ হিসাবে শেষ করা দলের পুরস্কারমূল্যও বাকি অনেক টুর্নামেন্ট জয়ী দলের পুরস্কারমূল্যর থেকে বেশি। আইপিএল ২০২৩-এর রানার্স আপ দল ১৩ কোটি টাকা পুরস্কারমূল্য হিসাবে পেতে চলেছে। টুর্নামেন্টের প্রথম দুই মরসুমজয়ী দল কিন্তু মাত্র ৪.৮ কোটি টাকা এবং রানার্স আপজয়ী দল ২.৪ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ ১৬ বছরে পুরস্কারমূল্য প্রায় পাঁচগুণ বৃ্দ্ধি পেয়েছে।
এবারের টুর্নামেন্টের তৃতীয় স্থানে শেষ করা মুম্বই ইন্ডিয়ান্স সাত কোটি এবং চার নম্বরে শেষ করা লখনউ সুপার জায়ান্টস ৬.৫ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে আসন্ন মরসুমে বিসিসিআই আইপিএলে পুরস্কারমূল্য আরও বাড়ানোর কথা ভাবছে। দলগত পুরস্কারমূল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারজয়ীরাও মোটা অঙ্ক ঘরে তুলবেন। আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক, অর্থাৎ অরেঞ্জ ক্যাপজয়ী তারকা ১৫ লক্ষ টাকা পুরস্কারমূল্য পাবেন। সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও সমান অর্থ পাবেন।
টুর্নামেন্টের উঠতি খেলোয়াড় পেতে চলেছেন ১০ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও ১০ লক্ষ টাকা পাবেন। এছাড়া মরসুমের সেরা পাওয়ার প্লেয়ার, সুপার স্ট্রাইকার ও গেমচেঞ্জার সকলেই ১০ লক্ষ টাকা করে পাবেন।
আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?