IPL 2024: ট্রেডমার্ক ছক্কা হাঁকিয়েই দিল্লির বিরুদ্ধে সিএসকেকে ম্য়াচ জেতাবেন ধোনি?
CSK vs DC: দিল্লির বিরুদ্ধে ম্য়াচেও কি তেমনই হবে। মাহি ঝড় দেখা যাবে বিশাখাপত্তনমে? এই মাঠেই ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। এবার কি আইপিএলেও ব্যাট হাতে ঝড় তুলবেন?
বিশাখাপত্তনম: ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন তিনি। ফিনিশার হিসেবে এর পরেও বেশ কয়েকবার ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। এখন বয়স বেড়েছে। কিন্তু ব্যাটে বলে সংযোগ হলে মাঠের বাইরে বল ফেলতে পারেন তিনি। দিল্লির (DC vs CSK) বিরুদ্ধে ম্য়াচেও কি তেমনই হবে। মাহি ঝড় দেখা যাবে বিশাখাপত্তনমে? এই মাঠেই ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। এবার কি আইপিএলেও ব্যাট হাতে ঝড় তুলবেন? মাইক হাসি অন্তত তেমনই বলছেন। একধাপ এগিয়ে তো সিএসকের ব্যাটিং কোচ আরো বলেন যে, দিল্লির বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতাবেন ধোনি।
দিল্লি ম্যাচের আগে হাসি এক ভবিষ্যদ্বাণীতে জানালেন, ''দিল্লি ম্য়াচের জন্য আমার ভবিষ্যদ্বাণী শেষ ওভারে ব্যাটিং করবে মহেন্দ্র সিংহ ধোনি। গ্য়ালারি ধোনির জন্য চিৎকার করবে। আর সেই সময় ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করবে ধোনি।'' সিএসকের ব্যাটিং কোচ আরও বলেন, ''ছেলেরা সবাই ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে। প্রত্যেকে অনুশীলনে অনেকটা সময় দিয়েছে। দিল্লির বিরুদ্ধেও আমরা দলগত ভাল পারফর্ম করতে চাই।''
Delhi Capitals 🆚 Chennai Super Kings
— IndianPremierLeague (@IPL) March 31, 2024
𝙋𝙧𝙚-𝙢𝙖𝙩𝙘𝙝 𝙋𝙪𝙡𝙨𝙚, brought to you by the legendary duo of Ricky Ponting & Michael Hussey 👌 👌 - By @28anand #TATAIPL | #DCvCSK | @DelhiCapitals | @ChennaiIPL | @RickyPonting | @mhussey393 pic.twitter.com/GSdeUO5Mzi
দিল্লির বিরুদ্ধে ম্য়াচের আগে অনেকটাই স্বস্তিতে থাকবে চেন্নাই শিবির। পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্য়াচে বেঙ্গালুরু ও দ্বিতীয় ম্য়াচে গুজরাতের বিরুদ্ধে ৬৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে তাঁরা।
বিশাখাপত্তনমের যেই পিচে খেলা হবে, তা সাধারণ ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটাররা এখানে ব্যাটিং বেশ উপভোগ করেন। তবে ভাল পিচ সত্ত্বেও কিন্তু খুব বেশিবার দুশোর রানের গণ্ডি পার করতে পারেনি ব্যাটিং দলগুলি। এমনকী কোনও ব্যাটার সেঞ্চুরিও হাঁকাননি। মাঠে আগে বা পরে ব্যাট করলেও পরিণামে যে খুব প্রভাব পড়ে, তেমনটা নয়। ১৩টি আইপিএল ম্যাচে বিশাখাপত্তনমের এই মাঠে আগে ব্য়াট করা দল সাতবার জয় পেয়েছে। প্রথম ইনিংসে রানের গড় ১৫৮, দ্বিতীয় ইনিংসে তা কমে ১৩১ রান।