(Source: ECI/ABP News/ABP Majha)
Ravichandran Ashwin: ঘরে ফিরলেন অশ্বিন, ৯.৭৫ কোটি মূল্যে ১০ বছর পর সিএসকেতে তারকা স্পিনার
IPL 2025: এবার নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিল অভিজ্ঞ ক্রিকেটারের। শুরু থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস।
জেড্ডা: ১১ বছর পর ফের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। গত মরশুম পর্যন্ত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে খেলেছিলেন তারকা স্পিনার। রাজস্থান রিটেন করেনি এবার অশ্বিনকে। আর এরপর থেকেই শোনা যাচ্ছিল যে চেন্নাই সুপার কিংসে ফিরতে পারেন অশ্বিন। ২০১৫ সালে শেষবার সিএসকের জার্সিতে খেলেছিলেন। এরপর নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিল অভিজ্ঞ ক্রিকেটারের। শুরু থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। দৌড়ে ছিলেন লখনউ সুপারজায়ান্ট। ২.২০ কোটি টাকা দর তুলেছিল লখনউ সুপারজায়ান্ট। অশ্বিনকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসও। ৫ কোটি টাকা যখন দর উঠেছে, তখন রাজস্থান দৌড়ে ঢুকে পড়ে। ৮.২৫ কোটি থেকে দর হাঁকানো শুরু করে সিএসকে। রাজস্থান ৯.৫০ কোটি দর হাঁকিয়েছিল। এরপর যদিও আর এগোতে চায়নি তারা। ৯ কোটি ৭৫ লক্ষ মূল্যে শেষ পর্যন্ত সিএসকে নিয়ে নেয় অশ্বিনকে।
ধোনির অধিনায়কত্বেই আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের সদস্য ছিলেন তিনি। আইপিএলে ২১২ ম্য়াচ খেলে ১৮০ উইকেট ঝুলিতে পুরেছেন। তার বেশিরভাগটাই সিএসকের জার্সিতেই এসেছিল তাঁর। প্রথম বছর আইপিএলে কোনও ম্য়াচেই খেলার সুযোগ পাননি অশ্বিন। কিন্তু ২০০৯ সাল থেকে তামিল স্পিনার অটোমেটিক চয়েস হয়ে ওঠেন দলের। সিএসকের জার্সিতে দুটো মরশুমে ২০১০-১১ খেতাবও জিতেছেন। কিন্তু ২০১৫ সালে সিএসকে ২ বছরের জন্য নির্বাসিত হয়েছিল। এরপর ২০১৬-১৭ মরশুমে রাইজিং পুণে সুপারজায়ান্টস দলের হয়ে খেলেছেন। ২০১৮-১৯ মরশুমে পাঞ্জাবের জার্সিতে খেলেছেন। ২০২০-২১ দিল্লি ক্যাপিটালস ও ২০২২ সাল থেকে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন অশ্বিন।
এদিকে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেলেন যুজবেন্দ্র চাহাল। ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। রবিবার নিলামে শুরুতেই চাহালের জন্য দর হাঁকতে শুরু করে গুজরাট টাইটান্স। যোগ দেয় চেন্নাই সুপার কিংস। দর কষাকষিতে দ্রুত দাম চড়তে থাকে হরিয়ানার লেগস্পিনারের। যাঁকে অনেকে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা বলে থাকেন। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য। চাহালের জন্য গুজরাত ৫ কোটি ৭৫ লক্ষ টাকা দর দেওয়ার পরই লড়াইয়ে প্রবেশ পাঞ্জাব কিংসের। ৬ কোটি টাকা দর হেঁকে শুরু করেন প্রীতি জিন্টারা। এরপর চাহালের জন্য দর হাঁকতে শুরু করে লখনউ সুপার জায়ান্টস। চাহালের দর ছাড়িয়ে যায় ১০ কোটি টাকা।