ISL 2022-23: আরও শক্তিশালী এটিকে মোহনবাগান, যোগ দিলেন বিশাল কাইথ
ATK MB: আইএসএল (ISL) শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তিন বছরের জন্য সবুজ-মেরুনে সই করেছেন বিশাল কাইথ (Vishal Kaith)।
কলকাতা: আইএসএল (ISL) শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তিন বছরের জন্য সবুজ-মেরুনে সই করেছেন বিশাল কাইথ (Vishal Kaith)। ২৫ বছরের কিপার চেন্নাইয়িন এফসি থেকে এটিকে মোহনবাগানে যোগ দিলেন। এর আগে তরুণ আর্শ আনোয়ার শেখকে আরও তিন বছরের জন্য রিটেন করেছিল এটিকে মোহনবাগান।
বিশালের কাছে এটিকে মোহনবাগান ছাড়াও প্রস্তাব ছিল আইএসএল-এর একাধিক ক্লাবের। চেন্নাইয়িন এফসির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাই ফ্রি প্লেয়ার হিসেবে সবুজ-মেরুনে যোগ দিলেন বিশাল কাইথ। ভারতের জাতীয় দলে খেলার পাশাপাশি আইএসএল-এর একাধিক দলে খেলেছেন বিশাল। শিলং লাজং-এর জার্সিতে প্রথম ভারতীয় ফুটবলে পরিচিতি পান তিনি।
View this post on Instagram
এটিকে মোহনবাগানের দুই কিপার বিশাল কাইথ এবং আর্শ আনোয়ার শেখ তিন সপ্তাহের জন্য স্পেনে যাচ্ছেন প্রি-সিজন ট্রেনিংয়ের জন্য। সেখানে তাঁরা স্পেনের প্রাক্তন তারকা কিপার এবং কোচ জেভিয়ার পিনদাদোর কাছে অনুশীলন করবেন।
শোনা যাচ্ছে, অমরিন্দর সিংহের পারফরম্যান্সে ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়। তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসি-র সঙ্গেই তাঁর কথা চলছে অমরিন্দরের।
আরও পড়ুন: 'বাবাকে কোনওদিন এত স্নায়ুর চাপে ভুগতে দেখিনি', হার না মানা বন্ধু সৌরভের গল্প শোনালেন বৈশালি