এক্সপ্লোর

ISL 2022-23: আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র এটিকে মোহনবাগানের

Chennaiyin FC vs ATK Mohun Bagan: আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে হচ্ছে এটিকে মোহনবাগানকে।

চেন্নাই: আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে হচ্ছে এটিকে মোহনবাগানকে (Chennaiyin FC vs ATK Mohun Bagan)। চলতি লিগে দ্বিতীয় গোলশূন্য ম্যাচটি খেলল তারা। এখনও যে গোলের সুযোগ নষ্টের রোগ সারেনি তাদের, তা এই ম্যাচেই বোঝা গেল আরও একবার। দলে একজন বিশেষজ্ঞ স্ট্রাইকার না থাকার মাসুলও ফের দিতে হল তাদের।

শনিবার চেন্নাইয়ে বিপক্ষের গোল লক্ষ্য করে ছ’টি শট নিয়েও একটিও গোল করতে পারেননি এটিকে মোহনবাগান তারকারা। ব্রেন্ডান হ্যামিল সবচেয়ে সহজ দু’টি গোলের সুযোগ হাতছাড়া করেন। এ ছাড়া হুগো বুমৌস (২), দিমিত্রিয় পেট্রাটস (৩), মনবীর সিংও (১) সুযোগ হাতছাড়া করে দলকে তিন পয়েন্ট এনে দিতে পারলেন না। চেন্নাইয়িন সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। সাতটি শট গোলে রেখেও তারা একটিও জালে জড়াতে পারেনি। জিতেশ্বর সিংহ, অনিরুদ্ধ থাপা, জুলিয়াস ডুকের, ভিঞ্চি ব্যারেটো, অজিত কুমাররা বেশি গোলের সুযোগ তৈরি করেও গোল দিতে পারেননি।

এই ড্রয়ের ফলে এটিকে মোহনবাগান অতটা ক্ষতিগ্রস্ত না হলেও চেন্নাইন এফসি-র সেরা ছয়ে পৌঁছনোর রাস্তা আরও কঠিন হয়ে গেল। সবুজ-মেরুন শিবির ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়ে গেল চার নম্বরে। চেন্নাইন এফসি ১৭ পয়েন্ট পেয়ে আটে।

ছ’টি ম্যাচে দলের বাইরে থাকার পরে এ দিনই মাঠে ফেরেন এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড মনবীর সিংহ, যিনি আইএসএলের শততম ম্যাচ খেললেন। আশিক কুরুনিয়ানের জায়গায় তিনিই ছিলেন এ দিনের ম্যাচে দলে একমাত্র পরিবর্তন। তবে মাইলস্টোন ম্যাচ খুব একটা স্মরণীয় করে রাখতে পারলেন না মনবীর। অন্য দিকে, কোনও পরিবর্তন না করেই প্রথম এগারো নামায় চেন্নাইয়িন এফসি।

ম্যাচ শুরু হওয়ার সাত মিনিটের মধ্যেই একটি করে শট প্রতিপক্ষের গোলে রাখে দুই দল। তবে দু’বারই দুই গোলকিপারই দলকে বাঁচান দুর্দান্ত সেভ করে। প্রথমে দিমিত্রিয়স পেট্রাটসের কর্নারে ইনসাইড স্টেপে গোলে বল পাঠান ব্রেন্ডান হ্যামিল। পরে বক্সের বাইরে থেকে সোজা গোলে শট নেন অনিরুদ্ধ থাপা। দুই দলই এ দিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। কারণ, দু’পক্ষই তিন পয়েন্ট তুলতেই মাঠে নেমেছিল। তাই সারা ম্যাচেই দুই গোলকিপারকে কড়া পরীক্ষার সামনে পড়তে হয়।

মাঝমাঠের লড়াইয়ে অবশ্য শুরু থেকেই এ দিন চেন্নাইন এফসি-কে এগিয়ে থাকতে দেখা যায়। সদ্য সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়া পুইতিয়া, কার্ল ম্যাকহিউদের বেশ নড়বড়ে লাগছিল। অনেকদিন পর মাঠে নামায় মনবীর সিংকেও প্রথমার্ধে চেনা ছন্দে পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে তিনি সচল হলেও স্বাভাবিক ভাবেই সেরা জায়গায় ছিলেন না। এই জায়গাগুলো দুর্বল হয়ে যাওয়ায় সেগুলি কাজে লাগাতে শুরু করে চেন্নাইয়িন এফসি।

শুরুর দিকে অতটা ধারালো মনে না হলেও ২৮ মিনিটের মাথায় যে ভাবে মাঝমাঠ থেকে বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন হুগো বুমৌস, তাতে তাঁকে চেনা মেজাজে পাওয়া যায়। মাঝমাঠ থেকে বক্স পর্যন্ত যেতে তিনি অজিত ও ডুকেরকে পরাস্ত করেন। কিন্তু ফালু দিয়াগ্নে তাঁর জার্সি ধরে টেনে বক্সের সামনে ফেলে দেন বুমৌসকে। পেট্রাটসের মাপা ফ্রি কিকে মাথা ছোঁয়ালে অবধারিত গোল পেতেন হ্যামিল। কিন্তু তিনি ঠিকমতো হেডই করতে পারেননি।

এটিকে মোহনবাগানের বেশির ভাগ আক্রমণই হয় বাঁ দিকে, অর্থাৎ কোলাসোর দিক দিয়ে। মনবীরের দিকটা কার্যত অচল ছিল। ফলে তাদের আটকানো অনেকটাই সহজ হয়ে পড়ে চেন্নাইন ডিফেন্সের পক্ষে। মাঝে অবশ্য মাঝবরাবর আক্রমণে ঝড় তোলার চেষ্টা করেন পেট্রাটস, বুমৌসরা। কিন্তু প্রথমার্ধে তাঁদের সেই চেষ্টা সফল হতে দেননি দিয়াগ্নে, ভাফা হাখামানেশিরা।

এটিকে মোহনবাগানের গোলপ্রহরী বিশাল কয়েথও অবশ্য সতর্ক ছিলেন এবং ৫৩ মিনিটের মাথায় ডুকেরের অনবদ্য ফ্রিকিক গোলে ঢোকার আগেই আটকে দেন। পরের মিনিটেই ভিঞ্চি ব্যারেটোর গোলমুখী শট ফের আটকান তিনি।

নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে বুমৌসের জায়গায় স্লাভকো দামজানোভিচ ও আশিস রাইয়ের জায়গায় ফারদিন আলি মোল্লাকে নামায় এটিকে মোহনবাগান। তিন মিনিট বাড়তি সময়ও পান তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। 

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

CSK vs KKR: স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা, সিএসকে-কেকেআরের ম্যাচেও পড়বে প্রভাব? কেমন থাকবে পিচ?
স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা, সিএসকে-কেকেআরের ম্যাচেও পড়বে প্রভাব? কেমন থাকবে পিচ?
Kasba DI Office Chaos: চাকরিহারাদের লাথি-লাঠি, পুলিশের সমালোচনায় তৃণমূলেরই সাংসদ-বিধায়ক
চাকরিহারাদের লাথি-লাঠি, পুলিশের সমালোচনায় তৃণমূলেরই সাংসদ-বিধায়ক
SSC Scam: 'OMR শিট লুকিয়ে রেখেছেন মমতা' ! মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতার'-র দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ BJP-র
'OMR শিট লুকিয়ে রেখেছেন মমতা' ! মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতার'-র দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ BJP-র
26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীর ভারতে সফল প্রত্যর্পণ, দেশে পা রাখতেই গ্রেফতার
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীর ভারতে সফল প্রত্যর্পণ, দেশে পা রাখতেই গ্রেফতার
Advertisement
ABP Premium

ভিডিও

Amit Malaviya: কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে : অমিত মালব্যAmit Malaviya:'গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে', সোশাল মিডিয়ায় পোস্ট অমিত মালব্যর | ABP Ananda LIVERecruitment Scam: চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী-এসএসসির চেয়ারম্যান | ABP Ananda LIVESSC Scam: এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, কড়া নিরাপত্তা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CSK vs KKR: স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা, সিএসকে-কেকেআরের ম্যাচেও পড়বে প্রভাব? কেমন থাকবে পিচ?
স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা, সিএসকে-কেকেআরের ম্যাচেও পড়বে প্রভাব? কেমন থাকবে পিচ?
Kasba DI Office Chaos: চাকরিহারাদের লাথি-লাঠি, পুলিশের সমালোচনায় তৃণমূলেরই সাংসদ-বিধায়ক
চাকরিহারাদের লাথি-লাঠি, পুলিশের সমালোচনায় তৃণমূলেরই সাংসদ-বিধায়ক
SSC Scam: 'OMR শিট লুকিয়ে রেখেছেন মমতা' ! মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতার'-র দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ BJP-র
'OMR শিট লুকিয়ে রেখেছেন মমতা' ! মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতার'-র দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ BJP-র
26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীর ভারতে সফল প্রত্যর্পণ, দেশে পা রাখতেই গ্রেফতার
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীর ভারতে সফল প্রত্যর্পণ, দেশে পা রাখতেই গ্রেফতার
India-Bangladesh Relations: চিনের দিকে ঝুঁকে ইউনূস! আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা, বাংলাদেশ নিয়ে কড়া মোদি
চিনের দিকে ঝুঁকে ইউনূস! আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা, বাংলাদেশ নিয়ে কড়া মোদি
RCB vs DC: 'এটা আমার ঘরের মাঠ', আরসিবির বিরুদ্ধে ব্য়াট হাতে দাদাগিরির পর সদর্পে ঘোষণা কেএল রাহুলের
'এটা আমার ঘরের মাঠ', আরসিবির বিরুদ্ধে ব্য়াট হাতে দাদাগিরির পর সদর্পে ঘোষণা কেএল রাহুলের
Shani dev: ২০২৭ পর্যন্ত শনির হাত থেকে কোনও ছাড় নেই, পদে পদে আর্থিক কষ্ট ; মানসিক চাপ এই ৫ রাশির !
২০২৭ পর্যন্ত শনির হাত থেকে কোনও ছাড় নেই, পদে পদে আর্থিক কষ্ট ; মানসিক চাপ এই ৫ রাশির !
Tariff War: মার্কিন শুল্ক-ধাক্কায় ঘুম ছুটেছে, ভারতীয় সংস্থাকে বড় ছাড় চিনের কোম্পানির; দাম কমতে পারে টিভি-ফ্রিজ-স্মার্টফোনের ?
মার্কিন শুল্ক-ধাক্কায় ঘুম ছুটেছে, ভারতীয় সংস্থাকে বড় ছাড় চিনের কোম্পানির; দাম কমতে পারে টিভি-ফ্রিজ-স্মার্টফোনের ?
Embed widget