(Source: ECI/ABP News/ABP Majha)
Argentina vs France: ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর ফের আর্জেন্তিনা বনাম ফ্রান্স, এগিয়ে কোন দল?
Paris Olympics 2024: হয়তো সিনিয়রদের খেলা নয়। তবে ম্যাচের উন্মাদনা কমার নয়। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা।
প্যারিস: ফুটবল বিশ্বকাপের অ্যাকশন রিপ্লে যেন!
ফুটবলের বড় ম্য়াচে ফের মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স (Argentina vs France)। অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই বড় দেশ।
হয়তো সিনিয়রদের খেলা নয়। তবে ম্যাচের উন্মাদনা কমার নয়। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। সেই ম্যাচের পর সেলিব্রেশনে কিলিয়ান এমবাপেকে নিয়ে বিদ্রুপ করার অভিযোগ উঠেছিল আর্জেন্তিনার ফুটবলারদের বিরুদ্ধে। লকাররুমে উৎসবেও এমিলিয়ানো মার্তিনেজ়রা ফ্রান্সকে বিদ্রুপ করেছিলেন বলে অভিযোগ ওঠে।
সদ্য কোপা আমেরিকা টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। সেই জয়ের পরও উৎসবের সময় ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক গান গাওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্তিনার এঞ্জো ফার্নান্দেজের বিরুদ্ধে। বিতর্কের মুখে পরে ক্ষমা চেয়েছিলেন ফার্নান্দেজ। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্যারিসের বুকে ফ্রান্স বনাম আর্জেন্তিনা দ্বৈরথ। হোক না অলিম্পিক্স, যেখানে মূলত অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলাররা খেলেন। সিনিয়র দলের তিনজন মাত্র ফুটবলার খেলেন। কিন্তু এই ম্যাচে মাঠে নামবেন আর্জেন্তিনার সিনিয়র দলের তিন ফুটবলার - নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও গোলকিপার রুল্লি।
জেতা মানে সেমিফাইনালের টিকিট পাকা। ফ্রান্স রয়েছে দুরন্ত ছন্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। ঘরের মাঠের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে। কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাদের। অন্যদিকে, অলিম্পিক্সের প্রথম ম্যাচেই বিতর্কিত গোলে মরক্কোর কাছে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। তবে তারপর পরপর ২টি ম্যাচে জিতেছেন হাভিয়ের মাসচেরানোর ছেলেরা। ইউক্রেনকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্তিনা।
আর্জেন্তিনার সামনে তৃতীয়বার অলিম্পিক্সে সোনা জয়ের লড়াই। ২০০৪ ও ২০০৮ - পরপর দুই অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্তিনা। ২০০৮ সালে সোনাজয়ী দলে ছিলেন লিওনেল মেসিও। এবার ম্যাঞ্চেস্টার সিটির ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ দলের সবচেয়ে বড় ভরসা। ইরাকের বিরুদ্ধে ৩-১ জেতা ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন আলভারেজ।
#JuegosOlímpicos #Paris2024 ¡Ya estamos en Burdeos! @Argentina llegó a la ciudad donde el viernes enfrentará a Francia por los cuartos de final.#EquipoARG 🤜🤛
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 31, 2024
📝 https://t.co/Y4qUbuOfp0 pic.twitter.com/FelpV15Aor
আর্জেন্তিনার কোচিংয়ের দায়িত্বে মাসচেরানো থাকলে, ফ্রান্সের কোচ কিংবদন্তি থিয়েরি অঁরি। দারুণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: এবিপি লাইভের খবর দেখে পাশে সাধারণ মানুষ, শ্রীলঙ্কায় যাচ্ছেন হাওড়ার সোনার মেয়ে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।