Ranji Trophy Exclusive: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের
BCCI Domestic: অভিমন্যু নেই। ওপেনিং কম্বিনেশন পাল্টাতে হবে। অভিষেক দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন কৌশিক ঘোষ।
সন্দীপ সরকার, কলকাতা: তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে (BCCI Domestic) ফিরছে চেনা ছবি। পরিচিত ফর্ম্যাট। রঞ্জি ট্রফি (Ranji Trophy) শুরু হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। আর মঙ্গলবার, টুর্নামেন্টের প্রথম দিনই ঘরের মাঠে অভিযান শুরু করছে বাংলা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। যে ম্যাচে ফের পুরনো ভূমিকায় দেখা যাবে মনোজ তিওয়ারিকে। জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া অভিমন্যু ঈশ্বরণের পরিবর্তে মনোজই বাংলাকে নেতৃত্ব দেবেন।
বাংলাকে নেতৃত্ব দেওয়া নতুন নয় মনোজের কাছে। কিন্তু পুরোদস্তুর রাজনীতিতে যোগ দেওয়া ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে রঞ্জি ট্রফির অধিনায়কত্ব? এবিপি লাইভকে মনোজ বললেন, 'আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভালভাবে তা পালন করতে হবে। ভীষণ সম্মানিত বোধ করছি। নেতৃত্ব আমার কাছে নতুন নয়। আগেও করেছি। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।'
ইডেনের তাজা উইকেটে পেস-অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল নিয়েছে বাংলা। চার পেসার ও এক স্পিনারে সাজানো হচ্ছে বোলিং আক্রমণ। অসুস্থতা ও ফিটনেস সংক্রান্ত সমস্যা কাটিয়ে দলে ফিরবেন ঈশান পোড়েল। সঙ্গে থাকবেন ডানহাতি পেসার আকাশ দীপ। তৃতীয় পেসার হিসাবে ভাবা হচ্ছে দুর্গেশ দুবে, রবিকান্ত সিংহ ও গীত পুরির মধ্যে একজনকে। সঙ্গে পেসার-অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল। একমাত্র স্পিনার হিসাবে খেলবেন শাহবাজ আমেদ।
সোমবার সকালে ইডেনে প্র্যাক্টিস সেরেছে বাংলা দল। মনোজ বলছিলেন, 'রঞ্জি ট্রফি জেতার লক্ষ্য নিয়েই নামছি। এই ট্রফি জয়ের স্বাদ পাইনি কখনও। তবে আমাদের শুরুটা ভাল করতে হবে। শুরু ভাল হলে ছন্দ পাওয়া যায়। ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সাতটি ম্যাচ রয়েছে। লম্বা মরসুম। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। আশা করছি সবাই নিজেদের দায়িত্ব পালন করবে।'
রঞ্জি ট্রফির শুরুর দুই ম্যাচই ঘরের মাঠে খেলবে বাংলা। সুবিধা পাবে দল? মনোজ বলছেন, 'প্রথমেই দুটো হোম ম্যাচ। আমরা বাড়তি আত্মবিশ্বাসী। দল হিসাবে ভাল খেলেছি আমরা। মরসুমের প্রথম চারদিনের ম্যাচও আশা করছি দল হিসাবে ভালই খেলব। শুরুতেই দুটি হোম ম্যাচ সুবিধা দেবে।' যোগ করছেন, 'আমাদের পরিকল্পনা সারা। মাঠে তা কাজে লাগাতে পারলে ভাল ফল হবে।'
অভিমন্যু নেই। ওপেনিং কম্বিনেশন পাল্টাতে হবে। অভিষেক দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন কৌশিক ঘোষ। মনোজ বলছেন, 'অভিমন্যুর পরিবর্ত পাওয়া সহজ নয়। তবে অভিষেক ও কৌশিক রানের মধ্যে রয়েছে। ওরাই হয়তো ইনিংস ওপেন করবে।'
রিঙ্কু সিংহদের সমীহ করছেন মনোজ। বলছেন, 'গত রঞ্জিতে উত্তরপ্রদেশ সেমিফাইনাল খেলেছিল। ভাল দল। ওদের বেশ কিছু ক্রিকেটার আইপিএল খেলে। সেমিফাইনালে কেউ এমনি এমনি উঠে যায় না। তাই ভাল ক্রিকেট খেলতে হবে। এখনকার ক্রিকেটে হাল্কাভাবে কাউকে নেওয়ার প্রশ্নই ওঠে না।'
টস জিতলে ফিল্ডিং করার ভাবনা রয়েছে বাংলার। যাতে তাজা উইকেটে চার পেসার দিয়ে শুরুতেই ধাক্কা দেওয়া যায় উত্তরপ্রদেশকে। আর যদি শুরুতে ব্যাটিং করতে হয়? তৈরি থাকছেন অভিজ্ঞ মনোজ, অনুষ্টুপ মজুমদারের পাশাপাশি তরুণ অভিষেক পোড়েল, সুদীপ ঘরামিরা।
আরও পড়ুন: ''তুমি আমার কাছে সর্বকালের সেরা...'' ক্রিশ্চিয়ানোকে আবেগঘন বার্তা বিরাটের