এক্সপ্লোর

Rohit Sharma: ব্যাটিং অর্ডার নিয়ে গোঁড়ামি চান না, বিশ্বকাপের ফেভারিট তকমায় সায় নেই রোহিতের

Asia Cup Squad: এশিয়া কাপের জন্য বেঙ্গালুরুতে ৬ দিনের শিবির হবে ভারতীয় দলের।

নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup) বা তারপর ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করবেন কে?

ভারতীয় ক্রিকেটমহল আপাতত এই প্রশ্ন নিয়ে তোলপাড়। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাটিং অর্ডার নিয়ে গোঁড়ামি চান না। সোমবার রাজধানীতে দল নির্বাচনী বৈঠকের পর রোহিত বলেছেন, 'আমাদের চার নম্বরে ব্যাট করার ব্যাটার রয়েছে। আর ওই একটা জায়গায় ব্যাট করা ক্রিকেটার একা ম্যাচ জেতাবে না। সবাইকে ভাল খেলতে হবে। ৫, ৬ বা ৭ সবাই গুরুত্বপূর্ণ। চোট আঘাতের জন্য আমাদের ভুগতে হয়েছে। আমাদের দেখতে হবে কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভাল। পরীক্ষানিরীক্ষা করছি। অক্ষরকেও খেলিয়ে দেখা হচ্ছে।' 

রোহিত আরও বলেছেন, 'আমি চাই দলের সকলে যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত থাকুক। শুধু এই ফর্ম্যাটে নয়, সব ফর্ম্যাটে। ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। কেউ নির্দিষ্ট কোনও জায়গায় ভাল, এভাবে হয় না আর। গত ৩-৪ বছর ধরে তাই চলছে। আপনারা ভাবতে পারেন, এই ছেলেটা ৫ বা ছয়ে খেলছিল, আজ কেন চারে? কিন্তু সবাইকে সব জায়গায় খেলার জন্য তৈরি থাকতে হবে।'

তাহলে কি যে কাউকে চার নম্বরে নামিয়ে দেওয়া হতে পারে? রোহিত বলছেন, 'আমরা এটা নিয়ে মোটেও পাগলামি করব না। দলে যারা সুযোগ পেয়েছে, সকলেই যোগ্য। ওপেনারকে মোটেও সাতে খেলানো হবে না। বা হার্দিককে দিয়ে ওপেন করানো হবে না। তবে চারে যে খেলে বা পাঁচে যে খেলে, তাঁদের অদলবদল হতে পারে। তবে সাত-আটে ব্যাট করা ক্রিকেটারকে ওপেন করানো হবে না। আমি নিজে কেরিয়ারে অনেক পোজিশনে খেলে।'

আরও ব্যাখ্যা করে রোহিত বলেছেন, 'রাতে ঘুমোতে যাওয়ার আগে কাউকে এক কথা বলে যাচ্ছি আর পরে সকালে উঠে তার ব্যাটিং অর্ডার বদলে দিচ্ছি, তা হয় না। আমরা কোনও বাঁধাধরা নিয়ম তৈরি করে রাখতে চাই না। তবে কার কী ভূমিকা, সেটা আগে থেকেই বলে দিই।' যোগ করেছেন, 'তিলক, সূর্য, সঞ্জু, জয়সওয়ালদের মতো নাম ওয়েস্ট ইন্ডিজে দলে ছিল। প্রত্যেককেই তাদের সুযোগের অপেক্ষা করতে হবে। ক্রিকেটারদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলা হয়। ওরা জানে কে কোন জায়গায় দাঁড়িয়ে। কাউকে অন্ধকারে রাখা হয় না। কেউই এই দল ঘোষণায় অবাক হবে না। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে ৯টি ম্যাচ ও ২টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। তার মধ্যে ঠিক করে নেওয়া হবে সব।'

হার্দিক পাণ্ড্যকে এশিয়া কাপের দলের সহ অধিনায়ক করা হয়েছে। অলরাউন্ডার হিসাবেই কি দেখা হচ্ছে হার্দিককে? রোহিতকে প্রশ্নটা করা হয়েছিল কারণ, সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে খুব বেশি বল করতে দেখা যাচ্ছে না হার্দিককে। চোট সারিয়ে ফেরার পর থেকে। রোহিত অবশ্য বলছেন, 'হার্দিকের ভূমিকা বল হাতে, ব্যাট হাতে ও ফিল্ডিংয়েও একই থাকবে। যা ও করে। আলাদা কিছু চাইছি না। নিজের কাজটা ও করতে পারলে দলে ভারসাম্য থাকবে।'

দেশের মাটিতে বিশ্বকাপ। ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপে দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এবারও কি ভারতই ফেভারিট? রোহিত বলছেন, 'ফেভারিট বা আন্ডারডগ এসবে বিশ্বাস করি না। বাইরে থেকে এসব বলা হয়। তবে আমাদের ভাল খেলতে হবে। কোনও প্রতিপক্ষই সহজ নয়। নিজেদের দেশে খেলতে পারলে একটু সুবিধা হবে। কারণ পরিবেশ-পরিস্থিতি আমাদের চেনা। এর বাইরে কিছু না। আর এখন সব দলই এখানে খেলে বলে এখানকার পরিবেশ-পরিস্থিতি জানে। আমাদের চাপের মুখে ভাল খেলতে হবে। সকলের মতামত নিয়ে সংহতি বজায় রেখে খেলতে হবে।'

এশিয়া কাপের জন্য বেঙ্গালুরুতে ৬ দিনের শিবির হবে ভারতীয় দলের। রোহিত বলছেন, 'অনেক দিন পর এরকম শিবির হচ্ছে। সবাইকে নিয়ে প্রস্তুতি নেওয়া হবে। খামতিগুলো দূর করার চেষ্টা করা হবে। পরিশ্রম করা হবে। শুধু পাকিস্তান নয়। এশিয়া কাপে অন্য দলও রয়েছে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে। ৩-৪টি দলকে নিয়ে প্রস্তুতি নিতে হবে, শুধু পাকিস্তানকে নিয়ে ভাবছি না।'

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News :  স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে  'পিটিয়ে খুন' ক্যাবচালককে
স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে 'পিটিয়ে খুন' ক্যাবচালককে
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
Kolkata Weather Update : নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
SBI Credit Card : ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: 'দলদাসে পরিণত হয়েছে পুলিশ ও প্রশাসন', মন্তব্য রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীরShoot Out Incident: বাইকে করে হেলমেট পরে এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ৩ দুষ্কৃতীরSawrgorom: বিজয়গড়ে গাড়ি পার্কিং ঘিরে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে মারার অভিযোগSwargorom: ভর্ৎসনার পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ, ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata News :  স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে  'পিটিয়ে খুন' ক্যাবচালককে
স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে 'পিটিয়ে খুন' ক্যাবচালককে
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
Kolkata Weather Update : নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
SBI Credit Card : ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
International Women's Day: 'ওঁদেরও তো সাজতে ইচ্ছে করে, আমি শুধু সামান্য চেষ্টাটুকুই করেছি'
'ওঁদেরও তো সাজতে ইচ্ছে করে, আমি শুধু সামান্য চেষ্টাটুকুই করেছি'
Gold Price: সপ্তাহান্তে এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, এই সুযোগে সস্তায় সোনা কিনলে কত লাভ হবে ?
সপ্তাহান্তে এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, এই সুযোগে সস্তায় সোনা কিনলে কত লাভ হবে ?
Firhad On KMC: ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !
৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !
Calcutta High Court: থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর,  হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের
থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর, হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের
Embed widget