Commonwealth Games: ব্যাডমিন্টনের সিঙ্গলসে শেষ ষোলোয় সিন্ধু
Commonwealth Games 2022: ব্যাডমিন্টনের মিক্সড দলগত বিভাগে সোনা হাতছাড়া হয়েছে। তাই সিঙ্গলসে বাড়তি তাগিদ নিয়েই অভিযানে নেমেছেন সিন্ধু। কমনওয়েলথে এখনও পর্যন্ত ১৮টি পদক ভারতের ঝুলিতে।
বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ ষোলোয় পৌঁছে গেলেন পিভি সিন্ধু (P V Sindhu)। ব্যাডমিন্টনের মিক্সড দলগত বিভাগে সোনা হাতছাড়া হয়েছে। তাই সিঙ্গলসে বাড়তি তাগিদ নিয়েই অভিযানে নেমেছেন সিন্ধু। মালদ্বীপের নাবাহা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে ২১-৪, ২১-১১ জয়ের মাধ্যমে নিজের মহিলাদের সিঙ্গলসের অভিযান শুরু করলেন। রাউন্ড অফ থার্টি-টু-তে মালদ্বীপের নাবাহা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে ২১-৪, ২১-১১ জয়ের মাধ্যমে নিজের মহিলাদের সিঙ্গলসের অভিযান শুরু করলেন তিনি।
উল্লেখ্য, এর আগে মিক্সড টিম ইভেন্টে সিন্ধু নিজে জয় পেলেও বাকিরা কেউই জয় এনে দিতে পারেননি। মালয়েশিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।
#Badminton Update🚨@Pvsindhu1 🇮🇳 defeats Fathimath Nabaaha 🇲🇻 in Women’s Singles Round of 32 (21-4, 21-11)
— SAI Media (@Media_SAI) August 4, 2022
She now advances to the Round of 16 👍
All the best Champ 🏸#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/lmSUGJlAir
আশা জাগিয়েও ব্যর্থ
কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) শট পুটের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন মনপ্রীত কৌর (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম স্থানে শেষ করেছিলেন মনপ্রীত (Manpreet Kaur)। কোয়ালিফাইং রাউন্ড থেকে মোট ১২ জন ফাইনালে পৌঁছেছিলেন। সেখানেই মনপ্রীত সপ্তম স্থানে থেকে ফাইনালে জায়গা করে নেন। নিজের সেরা নিক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন মনপ্রীত।
যোগ্যতা অর্জনকারী পর্বে নিজের প্রথম থ্রোয়ে ১৫.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন মনপ্রীত। নিজের তৃতীয় নিক্ষেপে ১৬.৭৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালে জাতীয় রেকর্ড গড়েছিলেন। মহিলাদের শট পুটে ১৭.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। রিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন মনপ্রীত। কমনওয়েলথ গেমসে ভারত এরমধ্যেই ৯টি পদক জিতে নিয়েছে। শট পুটে মনপ্রীতের হাত ধরেও পদক আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল তাঁর ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে। যদিও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হল তাঁর।
আরও পড়ুন: অবিশ্বাস্যভাবে পদক জিতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন সৌরভ, দেখুন ভিডিও