এক্সপ্লোর

Sports Highlights: হার চেন্নাইয়ের, খোশমেজাজে কোহলি, খুনসুটি শাহরুখের, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। খোশমেজাজে বিরাট কোহলি। শনিবার পরীক্ষা মোহনবাগানের। খেলার দুনিয়ার সারাদিন।

ধোনিদের হার

গ্যালারিতে বসেছিলেন সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। পাশে মেয়ে জীভা। বাবা এখন আর দলের অধিনায়ক নেই। তাতে কী হয়েছে, চেন্নাই সুপার কিংসের জয়ের প্রার্থনা করছিল যেন একরত্তিও।

পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ব্যাটে কিছু করে দেখানোর সুযোগ পাননি। মাত্র ২ বলে খেলেন। ১ রানে অপরাজিত ছিলেন। ধোনির ব্যাটিংয়ের সেভাবে সুযোগ না পাওয়ার রাতে নিষ্প্রভ রইল তাঁর দল চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings)। সানরাইজার্স হায়দারাবাদের (Sunrisers Hyderabad) কাছে ৬ উইকেটে ম্যাচ হারল সিএসকে। টানা দু'ম্যাচ হেরে কিছুটা চাপে রইল সিএসকে। অন্যদিকে, আগের ম্যাচের পরাজয়ের স্মৃতি ভুলে ঘুলে দাঁড়াল হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন করে অক্সিজেন পেয়ে গেলেন প্যাট কামিন্সরা।

গায়ক কোহলি

তাঁর দল হারছে। যদিও ব্যাট হাতে দুরন্ত ছন্দে আছেন বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) পরের ম্যাচের আগে খোশমেজাজে কিংগ কোহলি। প্র্যাক্টিসের ফাঁকে গেয়ে উঠলেন হিন্দি ছবির সুপারহিট গান।

শনিবার গোলাপি শহর জয়পুরে রাজস্থান রয়্যালসের (RR vs RCB) বিরুদ্ধে ম্যাচ আরসিবির। টানা তিন ম্যাচ জিতেছে রাজস্থান। সঞ্জু স্যামসনদের জয়রথ ছুটছে। পয়েন্ট টেবিলের দুইয়ে রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পয়েন্ট সমান হলেও, রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রাজস্থান। অন্যদিকে আরসিবির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। চার ম্যাচ খেলে তিনটিতেই হেরে গিয়েছেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিরা।

রাজস্থান ম্যাচের আগে কোহলি অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। শুক্রবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে প্র্যাক্টিস ছিল রাজস্থান ও আরসিবি, দুই দলেরই। সেখানে যুজবেন্দ্র চাহালের সঙ্গে আড্ডা মারতে দেখা যায় কোহলিকে। একটা সময় চাহাল আরসিবিতে ছিলেন বিরাটের সতীর্থ। বিশেষ করে বিরাট অধিনায়ক থাকাকালীন প্রতিপক্ষের কোনও পার্টনারশিপ ভাঙতে হলেই শরণাপন্ন হতেন লেগস্পিনার চাহালের। হরিয়ানার ক্রিকেটার আরসিবির হয়ে নিয়মিত উইকেটও তুলতেন। তবে পরে তাঁকে ছেড়ে দেয় আরসিবি। চাহালকে দলে নেয় রাজস্থান। কোহলির সঙ্গে অবশ্য চাহালের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি।

শুক্রবার মাঠে যখন কোহলি ও চাহাল আড্ডা দিচ্ছেন, আচমকাই কাছাকাছি চলে আসেন তরুণ পেসার আবেশ খান। যিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। ভবিষ্যতে টিম ইন্ডিয়ার জার্সিতে আবেশকে নিয়মিত খেলতে দেখা যাবে বলেই বিশ্বাস প্রাক্তন ক্রিকেটারদেরকও। আবেশকে স্নেহ করেন কোহলিও। তবে তিনি মজার মানুষ। জুনিয়রকে ডাকার জন্য বেছে নেন মজার কৌশল। তিনি আঙুল দিয়ে ইশারা করে ডাকেন আবেশকে। মুখে বলেন, 'চলে আয়, চলে আয়।' তারপর গাইতে শুরু করেন, 'অ্যায়সা মওকা ফির কাহা মিলেগা...' অ্যান ইভনিং ইন প্যারিস সিনেমার বিখ্যাত গান। লাজুক হেসে এগিয়ে আসেন আবেশ। তাঁকে আলিঙ্গন করেন কোহলি। মাঠে দেখা যায় সুন্দর এক মুহূর্ত।

মজা শাহরুখের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সহজ ক্যাচ ফেলেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভুল শুধরে নিয়েছেন। দুরন্ত ক্যাচ ধরে দলের জয়ে অবদান রেখেছেন ফিল্ডিংয়েও।

সুনীল নারাইন (Sunil Narine) নাকি মন্থর। দুই উইকেটের মধ্যে দৌড়তে পারেন না। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটে ঝড় তোলার পাশাপাশি দৌড়েছেন। রান নেওয়ার সময়। ফিল্ডিংয়ের সময়।

তিনি, ক্রিকেট অন্ত প্রাণ শাহরুখ খান (Shah Rukh Khan) কি আর খুশি না হয়ে থাকতে পারেন? দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে কেকেআরের (KKR) ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন বিশাখাপত্তনমে। সেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় দেখে যারপরনাই খুশি বাজিগর। ম্যাচের পর হাজির হয়ে গিয়েছিলেন কেকেআরের ড্রেসিংরুমে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, মজা করেন বলিউডের বাদশা। শুক্রবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর

পরীক্ষা সবুজ-মেরুনের

চলতি বছরের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাফল্যের মুখ দেখেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর প্রশিক্ষণাধীন দল টানা আটটি ম্যাচে অপরাজিত থাকে, যার মধ্যে ছিল ছ’টি জয় ও দু’টি ড্র। কিন্তু দলের ছন্দপতন হয় হাবাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। সাইডলাইনে তাঁর অনুপস্থিতির প্রভাব পড়ে দলের পারফরম্যান্সেও। ঘরের মাঠে লিগ টেবলের এগারো নম্বরে থাকা দল চেন্নাইন এফসি-র কাছে অপ্রত্যাশিত হার তাদের লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন করে তুলেছে। 

আপাতত যা অবস্থা, তাতে শেষ তিনটি ম্যাচে না জিতলে মোহনবাগানের লিগশিল্ড জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে এবং এই তিনটির প্রথমটি শনিবার তারা খেলতে নামছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করেছিল মোহনবাগান, ঘরের মাঠে ৩-১ জয় দিয়ে। 

ক্রিকেট ব্যাট হাতে সানিয়া

টেনিস কোর্ট থেকে অবসর নিয়েছেন। এবার ক্রিকেটের ব্যাট হাতে নেমে পড়লেন সানিয়া মির্জা (Sania Mirza)। আরে না না, অবাক হওয়ার কিছু হয়নি। ক্রিকেটের ২২ গজে না নামলেও এবার স্মৃতি, হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) নিয়ে মুখ খুললেন ভারতীয় টেনিসের গ্যামার গার্ল। উইমেন্স প্রিমিয়ার লিগ (Womens Premier League) কীভাবে মহিলা ক্রিকেটের মানকে আরও উন্নত করেছে, সে কথাও উল্লেখ করলেন সানিয়া। 

৬ বারের গ্র্যান্ডস্লাম জয়ী সানিয়া যদিও ক্রিকেটের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির মেন্টরও তিনি। এক সাক্ষাৎকারে সানিয়া বলছেন, ''একজন দেশবাসী হিসেবে। একজন দেশের সু নাগরিক হিসেবে আমাদের অনেক অনেক বেশি দায়িত্বসম্পন্ন মানুষ হতে হবে। আমাদের দেশের মেয়েরা যাতে তাঁদের স্বপ্নপূরণ করতে পারে। সেই খেয়াল রাখতে হবে। মেয়েদের উন্নতিতে সামিল করতে হবে নিজেদের। তাদের উদ্বুদ্ধ করতে হবে। যে কোনও বিভাগেই যেন তাঁরা এগিয়ে যেতে পারে। হয়ত বিষয়টা ধীরে ধীরে হবে। কিন্তু আমাদের পাশে থাকতে হবে সবসময়।''

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra : 'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি' বিস্ফোরক মদন মিত্র
'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি' বিস্ফোরক মদন মিত্র
Lionel Messi: ভারতে খেলতে আসছেন মেসি? বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোথায় রয়েছে আর্জেন্তিনার ম্যাচ?
ভারতে খেলতে আসছেন মেসি? বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোথায় রয়েছে আর্জেন্তিনার ম্যাচ?
Madan Vs Kalyan : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের জামিন, এবার জেল থেকে বেরিয়ে পড়বেন তিনি ?
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের জামিন, এবার জেল থেকে বেরিয়ে পড়বেন তিনি ?
Advertisement
ABP Premium

ভিডিও

WB News: জলপাইগুড়ির বানারহাটে ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতীWB News: লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়কWB News: রাজ্যে অস্ত্র উদ্ধারে বিরাম নেই ! ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতীRecruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কুন্তল ঘোষের, ED -র মামলায় জামিন মঞ্জুর করল হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madan Mitra : 'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি' বিস্ফোরক মদন মিত্র
'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি' বিস্ফোরক মদন মিত্র
Lionel Messi: ভারতে খেলতে আসছেন মেসি? বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোথায় রয়েছে আর্জেন্তিনার ম্যাচ?
ভারতে খেলতে আসছেন মেসি? বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, কোথায় রয়েছে আর্জেন্তিনার ম্যাচ?
Madan Vs Kalyan : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের জামিন, এবার জেল থেকে বেরিয়ে পড়বেন তিনি ?
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের জামিন, এবার জেল থেকে বেরিয়ে পড়বেন তিনি ?
Bank Interest Rate: ব্যাঙ্কের ঋণে এবার কমবে সুদের হার ? আমজনতাকে স্বস্তি দিতে কী বললেন অর্থমন্ত্রী ?
ব্যাঙ্কের ঋণে এবার কমবে সুদের হার ? আমজনতাকে স্বস্তি দিতে কী বললেন অর্থমন্ত্রী ?
Champions Trophy: বিরাটদের পাকিস্তানে খেলার অনুমতি না মেলা প্রসঙ্গে বিজেপি সরকারকে একহাত শোয়েবের
বিরাটদের পাকিস্তানে খেলার অনুমতি না মেলা প্রসঙ্গে বিজেপি সরকারকে একহাত শোয়েবের
Maharashtra Elections 2024 : মহারাষ্ট্রে আজ নির্বাচন, ভোট দিয়ে বিশেষ বার্তা সচিন-অক্ষয়ের, প্রথম বাবাকে ছাড়া ভোট জিশান সিদ্দিকির
মহারাষ্ট্রে আজ নির্বাচন একদফায়, ভোট দিয়ে বিশেষ বার্তা সচিন-অক্ষয়ের, প্রথম বাবাকে ছাড়া ভোট জিশান সিদ্দিকির
West Bengal Weather : কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
কলকাতায় আরও নামল পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডা ?
Embed widget