Facebook and Instagram: ২৭ মিলিয়নের বেশি কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক, কড়া পদক্ষেপ ইনস্টাগ্রামেও
Meta: জানা গিয়েছে, ফেসবুক মোট ২৭.৭ মিলিয়ন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং ১৩টি পলিসির বিরুদ্ধে রয়েছে এই সমস্ত কনটেন্ট।
Facebook and Instagram: মেটা (Meta) অধিকৃত ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) ইউজারদের অভিযোগের নিরিখে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে এপ্রিল মাসেও। জানা গিয়েছে ফেসবুকে যত অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে ৪১ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামে যত অভিযোগ জমা পড়েছিল সেখানে ৫৪ শতাংশের বেশি ইউজারদের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেটা'র ইন্ডিয়া মান্থলি রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। মেটা'র মাধ্যমে জানা গিয়েছে, ফেসবুক ইউজারদের অভিযোগের এক চতুর্থাংশের থেকে কিছুটা কমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এইসব কনটেন্টের ক্ষেত্রে ইউজাররা অভিযোগ জানিয়েছেন সেখানে নগ্নতা বা যৌনতা ভিত্তিক বিষয় দেখানো হয়েছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওই মাধ্যমে ইউজারদের অভিযোগের এক তৃতীয়াংশের থেকে একটু কমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও বলা হয়েছে মূলত নগ্নতা এবং যৌনতা ভিত্তিক কনটেন্ট দেখানো হয়েছে।
মেটা ট্রান্সপারেন্সি রিপোর্টে দেখা গিয়েছে, অন্যান্য ক্যাটেগরিতেও বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে। সেখানে হ্যারাসমেন্টের বা bullying- এর রিপোর্টে ১৭ শতাংশের বেশি অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপত্তিকর কনটেন্টের ক্ষেত্রে ১৮ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়ো প্রোফাইলের ক্ষেত্রে ২৩ শতাংশের বেশি অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ফেসবুক মোট ২৭.৭ মিলিয়ন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং ১৩টি পলিসির বিরুদ্ধে রয়েছে এই সমস্ত কনটেন্ট। এর মধ্যে ২১.৭ মিলিয়ন কনটেন্ট হল স্প্যাম কনটেন্ট, ১.৬ মিলিয়ন কনটেন্ট হল অ্যাডাল্ট ন্যুডিটি ও সেক্সুয়াল কনটেন্ট, ১.৪ মিলিয়ন কনটেন্ট হল হিংসাত্মক এবং গ্রাফিক কনটেন্ট। এইসব কনটেন্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামে ৯৬৭৬ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৫২৫৫ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান
বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের মাসে ২ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে বিশ্বজুড়ে। এই বিপুল সংখ্যক ইউজারদের জন্য বরাবরই তাঁদের নিরাপত্তাকে মান্যতা দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেই নিরিখেই এপ্রিল মাসেও ৭৪ লক্ষের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মাসেই ইউজারদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করে। এপ্রিল মাসেও তার অন্যথা হয়নি।
প্রতিমাসেই ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ইউজার সেফটি রিপোর্ট পেশ করে। মূলত আইটি নিয়ম অনুসারে যেসব ডিজিটাল প্ল্যাটফর্মের ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের এই রিপোর্ট পেশ করতে হয়। সেখানে বিস্তারিত ভাবে জানাতে হয় কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এপ্রিল মাসের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ সংস্থা Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021- এর Rule 4(1)(d) এবং Rule 3A(7) অনুসারে রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭৪ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে।